কেন বন্ধ হয়ে গেলো Skype ? মাইক্রোসফট আনুষ্ঠানিকভাবে বন্ধ করছে এক যুগের জনপ্রিয় যোগাযোগ প্ল্যাটফর্মএক সময় অনলাইন যোগাযোগের শীর্ষ মাধ্যম ছিল স্কাইপে। ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল (VoIP) প্রযুক্তি ব্যবহার করে অডিও ও ভিডিও কনফারেন্সের পথপ্রদর্শক এই সফটওয়্যারটি সময়ের সঙ্গে সঙ্গে জনপ্রিয়তা হারিয়েছে। এবং সেই ধারাবাহিকতায় আজ সোমবার থেকে স্কাইপে আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দিচ্ছে মাইক্রোসফট।
বর্তমানে মাইক্রোসফট তাদের করপোরেট যোগাযোগের অ্যাপ ‘টিমস’-কে গুরুত্ব দিচ্ছে। একই ধরনের দুটি পরিষেবা বজায় রাখার প্রয়োজন না থাকায়, প্রতিষ্ঠানটি স্কাইপে বন্ধ করার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। গত মার্চ মাসে স্কাইপে বন্ধের ঘোষণা দেওয়া হয়েছিল এবং ব্যবহারকারীদের বিকল্প প্ল্যাটফর্মে স্থানান্তরের জন্য ৫ মে পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়।তবে এখনো অনেক ব্যবহারকারী স্কাইপে সক্রিয় রয়েছেন। ফলে ব্যবহারকারীদের মনে একটি সাধারণ প্রশ্ন— স্কাইপে বন্ধ হওয়ার পর কী হবে? পুরোনো বার্তা ও তথ্য কীভাবে সংরক্ষণ বা স্থানান্তর করা যাবে?মাইক্রোসফট জানিয়েছে, স্কাইপে আইডি দিয়েই ব্যবহারকারীরা সরাসরি মাইক্রোসফট টিমসে লগইন করতে পারবেন।

পুরোনো বার্তা, যোগাযোগের তালিকা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য স্বয়ংক্রিয়ভাবে টিমসে স্থানান্তর হয়ে যাবে। এতে করে নতুন করে টিমস অ্যাকাউন্ট খোলার প্রয়োজন হবে না এবং পূর্বের তথ্যও ব্যবহারযোগ্য থাকবে।তবে, টিমস ব্যবহার বাধ্যতামূলক নয়। ব্যবহারকারীরা চাইলে গুগল মিট, জুম কিংবা অন্যান্য মেসেজিং অ্যাপও বেছে নিতে পারেন। তবে এক্ষেত্রে ৫ মে’র আগেই স্কাইপে থাকা গুরুত্বপূর্ণ তথ্য, বার্তা ও কনটাক্ট লিস্ট সংরক্ষণ করে নেওয়ার পরামর্শ দিয়েছে মাইক্রোসফট।
Related Article: মোবাইল দিয়ে প্রো লেভেলের ভিডিও এডিট করার ৫টি টিপস