জেডন সিলসের দুর্দান্ত বোলিংয়ে ত্রিনিদাদে পাকিস্তানকে ২০২ রানের বড় ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। মঙ্গলবার সিরিজের তৃতীয় ও নির্ধারণী ম্যাচে আগে ব্যাট করে স্বাগতিকরা ৫০ ওভারে ৬ উইকেটে তোলে ২৯৪ রান। জবাবে পাকিস্তানের ইনিংস থামে মাত্র ৯২ রানে।
পেসার সিলস প্রথম স্পেলেই ফিরিয়ে দেন সাইম আয়ুব, আবদুল্লাহ শফিক ও মোহাম্মদ রিজওয়ানকে। পরে বাবর আজমকে ৯ রানে এলবিডব্লিউ করে পাকিস্তানের ব্যাটিং ধস নামান তিনি। শেষ দিকে হাসান আলি ও নাসিম শাহকে আউট করে ১৮ রানে ৬ উইকেট নিয়ে ক্যারিয়ারসেরা বোলিং ফিগার অর্জন করেন সিলস। বাঁহাতি স্পিনার গুডাকেশ মোতি নেন দুটি উইকেট, আর শেষ ব্যাটার আবরার আহমেদ রানআউট হন রোস্টন চেজের থ্রোতে।
এর আগে টস জিতে ফিল্ডিং নেয় পাকিস্তান। ৬৮ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। তবে অধিনায়ক শাই হোপ ও রোস্টন চেজের জুটি দলকে উদ্ধার করে। চেজ ফেরার পর শেষ ৮.১ ওভারে হোপ ও জাস্টিন গ্রিভস যোগ করেন ১১০ রান। হোপ ১০ চার ও ৫ ছক্কায় অপরাজিত ১২০ রান করেন, যা তার ওয়ানডেতে ১৮তম সেঞ্চুরি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বাধিক সেঞ্চুরির তালিকায় এখন তার ওপরে আছেন শুধু ব্রায়ান লারা ও ক্রিস গেইল। গ্রিভস খেলেন ২৪ বলে অপরাজিত ৪৩ রানের ঝোড়ো ইনিংস।
১৯৯১ সালের পর এটাই পাকিস্তানের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ওয়ানডে সিরিজ জয়।