সরকারি চাকরি আইন সংশোধন করে নতুন অধ্যাদেশ জারি
সরকারি চাকরি (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ ২০২৫-এর গেজেট প্রকাশ করেছে সরকার। ২৩ জুলাই (বুধবার) রাতে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়েছে, নতুন এই অধ্যাদেশ অবিলম্বে কার্যকর হবে।
নতুন অধ্যাদেশে তিন ধরনের শৃঙ্খলাভঙ্গের অপরাধের বিধান যুক্ত করা হয়েছে। এসব অপরাধের শাস্তি নির্ধারণে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠনের বিধান রাখা হয়েছে। সংশোধিত আইনে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরের দণ্ডও যুক্ত করা হয়েছে। তবে আগের মতো এবারও রাষ্ট্রপতির আদেশের বিরুদ্ধে কোনো আপিলের সুযোগ রাখা হয়নি।
এর আগে চলতি বছরের ৩ জুলাই সরকারি চাকরি (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ ২০২৫-এর অনুমোদন দেয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। এরপর মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিংয়ের পর এই অধ্যাদেশ চূড়ান্তভাবে অনুমোদন দেওয়া হয়েছে।
তবে সংশোধিত অধ্যাদেশে কোন কোন ধারা বা বিধান পরিবর্তন বা পরিমার্জন করা হয়েছে—সে বিষয়ে সরকারি বিজ্ঞপ্তিতে স্পষ্ট কিছু উল্লেখ করা হয়নি।
উল্লেখ্য, এর আগেও চলতি বছরের ২২ মে সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ ২০২৫-এর একটি খসড়ার অনুমোদন দিয়েছিল উপদেষ্টা পরিষদ। সেটিও আইন মন্ত্রণালয়ের আইনি মতামতের ভিত্তিতে অনুমোদিত হয়েছিল।