গায়ক ও সংগীত পরিচালক হাবিব ওয়াহিদ সাধারণত নতুন গান তৈরিতে সময় নেন। তবুও অল্প বিরতির পর সম্প্রতি তিনি প্রকাশ করেছেন নতুন গান ‘জানিনা’। গানটি প্রকাশিত হয়েছে হাবিবের নিজস্ব ইউটিউব চ্যানেলে, পাশাপাশি স্পটিফাই, অ্যাপল মিউজিক, স্বাধীনসহ সব আন্তর্জাতিক স্ট্রিমিং প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে।
‘জানিনা, যে চলে যায় সে কী ফেরে হায়, এই হৃদয় কেন তবুও তারেই খুঁজে যায়’—এই গানের কথা লিখেছেন শ্রাবণ, সুর ও সংগীতায়োজন করেছেন হাবিব নিজেই।
এর আগে জুলাই মাসে তিনি প্রকাশ করেছিলেন ‘দিলানা’ শিরোনামের গান, আর জুনে ‘হৃদয়ের কথা’ নাটকে ব্যবহৃত ‘ভালোবাসি শুধু যে তোমারে’ গানটি বেশ জনপ্রিয়তা পায়।
হাবিবের ভাষায়, গরমের সময়ে কনসার্ট না থাকায় তিনি এই সময়টিতে ইউটিউব চ্যানেলে গান প্রকাশে মনোযোগ দেন এবং বিজ্ঞাপনের জন্য সংগীতায়োজনও করেন। তার মতে, তিনি অতিরিক্ত চাপ নিয়ে কাজ করতে পছন্দ করেন না, বরং টুকটাক কাজ করেই সময় কাটান।