রাজধানীতে আজ ছাত্রদল ও এনসিপির সমাবেশ, যান চলাচলে ডিএমপির বিশেষ নির্দেশনা
আজ রোববার রাজধানীর শাহবাগ, কেন্দ্রীয় শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় একাধিক রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মসূচি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ কর্মসূচিগুলোর কারণে এসব এলাকায় ব্যাপক জনসমাগম ও যানজটের আশঙ্কা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এজন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব এলাকায় যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপের ঘোষণা দিয়েছে ডিএমপি।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ছাত্রদল, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও সাইমুম শিল্পীগোষ্ঠীর পৃথক কর্মসূচিকে কেন্দ্র করে শাহবাগ ও আশপাশের এলাকায় যানজট তৈরি হতে পারে। একই দিনে এইচএসসি ও বিসিএস পরীক্ষাও থাকায় জনদুর্ভোগ এড়াতে বিকল্প সড়কে চলাচলের আহ্বান জানিয়েছে পুলিশ।
দিনব্যাপী কর্মসূচির তালিকা:
-
ছাত্রদল: দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শাহবাগ মোড়ে ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি’ উপলক্ষে ছাত্রসমাবেশ।
-
এনসিপি: বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে জনসমাবেশ। পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে এক ঘণ্টা পিছিয়ে কর্মসূচি শুরু হবে।
-
সাইমুম শিল্পীগোষ্ঠী: সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যানে ‘জুলাই জাগরণ’ কালচারাল ফেস্ট চলবে (১-৪ আগস্ট পর্যন্ত)।
যান চলাচলের বিকল্প নির্দেশনা:
-
হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়: সোনারগাঁও সিগন্যাল/বাংলামোটর হয়ে যান চলাচল।
-
কাটাবন মোড়: সায়েন্সল্যাব থেকে নীলক্ষেত/পলাশী বা সোনারগাঁও রোড হয়ে চলাচল।
-
মৎস্য ভবন মোড়: হাইকোর্ট/মগবাজার রোড হয়ে যান চলাচল।
-
কাকরাইল মসজিদ ক্রসিং: হাইকোর্ট হয়ে গুলিস্তান বা ঢাবি অভিমুখে চলাচল।
-
টিএসসি/রাজু ভাস্কর্য: দোয়েল চত্বর বা নীলক্ষেত হয়ে যান চলাচল।
পরীক্ষার্থীদের প্রতি বিশেষ অনুরোধ:
ডিএমপি জানিয়েছে, এইচএসসি ও বিসিএস পরীক্ষার্থীদের যেন কোনো অসুবিধা না হয়, সে জন্য যথেষ্ট সময় নিয়ে কেন্দ্রের উদ্দেশ্যে যাত্রা করার অনুরোধ জানানো হয়েছে। এছাড়া শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন সড়কগুলো যতটা সম্ভব পরিহার করতে আহ্বান জানানো হয়েছে।
আজকের দিনে ঢাকার গুরুত্বপূর্ণ এলাকায় চলাচলের ক্ষেত্রে বাড়তি সচেতনতা ও সময় নিয়ে পরিকল্পনা করতে অনুরোধ জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।