বাংলাদেশি কর্মীদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেবে মালয়েশিয়া
মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ সুখবর দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। মঙ্গলবার (১৫ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে তিনি এই তথ্য জানান।
পোস্টে আসিফ নজরুল লেখেন, মালয়েশিয়া ১৫টি দেশ থেকে কর্মী নিলেও এতদিন শুধু বাংলাদেশি শ্রমিকদের সিঙ্গেল এন্ট্রি ভিসা দেওয়া হতো, যা প্রবাসীদের জন্য নানা ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। এই সমস্যার সমাধানে গত মাসে তিনি, লুৎফে সিদ্দিকী এবং একটি প্রতিনিধি দল মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। আলোচনায় বিষয়টি তুলে ধরার পর মন্ত্রী দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
আসিফ নজরুল জানান, এরপর থেকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা সক্রিয়ভাবে যোগাযোগ রাখেন। অবশেষে মালয়েশিয়া ইমিগ্রেশনের মহাপরিচালকের স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে নিশ্চিত করা হয়, বাংলাদেশি কর্মীদের জন্য সিঙ্গেল এন্ট্রি ভিসা (SEV) বাতিল করে মাল্টিপল এন্ট্রি ভিসা (MEV) চালু করা হয়েছে।
তিনি আরো জানান:
যেসব বাংলাদেশি কর্মী এরই মধ্যে সিঙ্গেল এন্ট্রি ভিসা ও টেম্পোরারি এমপ্লয়মেন্ট ভিজিট পাস (PLKS) পেয়েছেন, তাদের নতুন করে মাল্টিপল এন্ট্রি ভিসার জন্য আবেদন করতে হবে না। PLKS নবায়নের সময় স্বয়ংক্রিয়ভাবে MEV ইস্যু হবে।
মালয়েশিয়ার সব আন্তর্জাতিক বিমানবন্দর ও স্থলবন্দরে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে। যেসব বাংলাদেশি কর্মীর SEV রয়েছে এবং যাঁদের PLKS বৈধ, তারা নতুন কোনো ভিসা ছাড়াই মালয়েশিয়া যাতায়াত করতে পারবেন।
এই সিদ্ধান্তে মালয়েশিয়ায় কর্মরত লাখো বাংলাদেশি শ্রমিকের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।