মাইলস্টোন ট্র্যাজেডিতে পাশে জেমস, কনসার্টের আয়ের অংশ যাবে ক্ষতিগ্রস্তদের সহায়তায়
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় শোকাহত পুরো দেশ। শিশু শিক্ষার্থী ও শিক্ষকদের এমন মর্মান্তিক মৃত্যু মেনে নিতে পারছেন না কেউই। এই হৃদয়বিদারক ঘটনার প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানিয়েছেন দেশের কিংবদন্তি ব্যান্ড তারকা জেমস ও তার ব্যান্ড দল নগর বাউল।
বর্তমানে যুক্তরাষ্ট্রে সঙ্গীত সফরে থাকা জেমস গত মাস থেকেই দেশটির বিভিন্ন শহরে কনসার্ট করছেন। এই সফরের অংশ হিসেবে ২৫ জুলাই ফিলাডেলফিয়ার ‘দ্য গ্রেটার ফিলাডেলফিয়া এক্সপো সেন্টারে’ অনুষ্ঠিত হতে যাচ্ছে “নগর বাউল জেমস: লাইভ ইন ফিলি” শীর্ষক বিশেষ কনসার্ট।
এই কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান রিভারাইন এন্টারটেইনমেন্ট জানিয়েছে, কনসার্টের টিকিট বিক্রির একটি অংশ উত্তরার বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও তাদের পরিবারের সহায়তায় ব্যয় করা হবে।
এক ফেসবুক পোস্টে আয়োজকরা বলেন,
“ঢাকার মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ও আহত শিক্ষার্থীদের প্রতি আমরা গভীরভাবে শোকাহত। আমরা এই কঠিন সময়ে তাদের পাশে থাকতে চাই। ‘নগর বাউল জেমস লাইভ ইন ফিলি’ কনসার্টের টিকিট থেকে প্রাপ্ত আয়ের একটি অংশ তাঁদের সহায়তায় দেওয়া হবে।”
এদিকে জেমসের অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও একটি বিবৃতি প্রকাশ করে শোক প্রকাশ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়,
“উত্তরার ভয়াবহ বিমান দুর্ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত ও শোকাহত। আহত শিক্ষার্থীদের প্রতি আমাদের প্রার্থনা রইল। আমরা কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ সেনাবাহিনী, ফায়ার সার্ভিস এবং উদ্ধারকর্মীদের প্রতি, যারা সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।”
উল্লেখ্য, গত সোমবার (২১ জুলাই) দুপুর ১টার কিছু পরে রাজধানীর উত্তরায় একটি প্রশিক্ষণ মিশনে থাকা বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭বিজিআই যুদ্ধবিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়, যার ফলে স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকসহ বেশ কয়েকজন হতাহত হন।
এই শোকাবহ সময়েও জেমস ও তাঁর দল এ ট্র্যাজেডিকে শুধু কথায় নয়, বাস্তব সহায়তা দিয়েও স্মরণীয় করে রাখছেন।