বাংলাদেশি কর্মীদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেবে মালয়েশিয়া
বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ায় মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করতে যাচ্ছে মালয়েশিয়া সরকার। বিষয়টি নিশ্চিত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। মঙ্গলবার (১৫ জুলাই) এক ভিডিও বার্তায় এবং ফেসবুক পোস্টে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, মালয়েশিয়া সাধারণত ১৫টি দেশ থেকে কর্মী নিয়োগ করে। এর মধ্যে শুধু বাংলাদেশি কর্মীদের এখন পর্যন্ত সিঙ্গেল এন্ট্রি ভিসা (SEV) দেওয়া হচ্ছিল, যা নিয়ে প্রবাসীদের নানা ভোগান্তি পোহাতে হতো। এই সমস্যা সমাধানে গত মাসে তিনি এবং লুৎফে সিদ্দিকী একটি প্রতিনিধি দল নিয়ে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। সেখানে সমস্যাটি তুলে ধরার পর দ্রুত সমাধানের আশ্বাস দেন মন্ত্রী।
পরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন এ বিষয়ে টানা যোগাযোগ রাখে। অবশেষে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে ১০ জুলাই ২০২৫ তারিখে একটি চিঠিতে মাল্টিপল এন্ট্রি ভিসা (MEV) চালুর সিদ্ধান্ত জানানো হয়।
মাল্টিপল এন্ট্রি ভিসা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য:
যেসব বাংলাদেশি কর্মী ইতিমধ্যে সিঙ্গেল এন্ট্রি ভিসা এবং টেম্পোরারি এমপ্লয়মেন্ট ভিজিট পাস (PLKS) পেয়েছেন, তাদের নতুন করে MEV-এর জন্য আবেদন করতে হবে না।
PLKS নবায়নের সময় স্বয়ংক্রিয়ভাবে মাল্টিপল এন্ট্রি ভিসা ইস্যু হবে।
মালয়েশিয়ার সব আন্তর্জাতিক বিমানবন্দর ও স্থলবন্দরগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে, বৈধ PLKSধারী কর্মীরা পূর্বের SEV নিয়েই দেশটিতে যাতায়াত করতে পারবেন।
এর আগে কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের একটি ভেরিফায়েড স্ট্যাটাসে জানানো হয়, বাংলাদেশ সরকারের ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টার ফলেই মালয়েশিয়া এই সিদ্ধান্ত নিয়েছে। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে আনুষ্ঠানিকভাবে নোটিফিকেশন পাঠিয়েছে।
এই সিদ্ধান্তের ফলে মালয়েশিয়ায় কর্মরত লক্ষাধিক বাংলাদেশি শ্রমিক উপকৃত হবেন এবং তাদের যাতায়াতে পূর্বের জটিলতা অনেকটাই দূর হবে।