
শাকিব খান তার প্রত্যেক সিনেমাতেই নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন। গত ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘তাণ্ডব’ সিনেমা দিয়ে নিজেকে নিয়ে গেছে অন্য মাত্রায়। তার আগে ‘বরবাদ’ ও তুফান। যদিও তার এই ছাড়িয়ে যাওয়ার চেষ্টা সামনে আসে প্রিয়তমা সিনেমার মাধ্যমে। সুপার-ডুপার সাফল্য পাওয়া এই সিনেমা থেকেই শাকিব খানের নতুন অধ্যায়ের শুরু হয়। যা চলছে এখনও।
শুক্রবার হুট করেই শাকিবময় হয়ে উঠে সামাজিক যোগাযোগ মাধ্যম। এ দিন নায়ক তার অফিসিয়াল পেজে তার নতুন সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’-এর পোস্টার শেয়ার করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘ঘোষণা হলো এক নতুন অধ্যায়ের – শহর চিনবে তার আসল নায়ককে!’
প্রকাশিত ওই পোস্টারে দেখা যাচ্ছে, দুই হাতে বন্দুক উঁচিয়ে পেছনমুখী শাকিব। সেখানে তার চারপাশ ঘিরে আরও অনেকের হাতে পিস্তল। অনেকটা গ্যাংস্টার লুক বোঝা যাচ্ছে। পোস্টারে ঢাকা শহরের বিভিন্ন জায়গার নাম যেমন উত্তরা, গাবতলী, মোহাম্মদপুর, বাড্ডা, কারওয়ান বাজার, শাঁখারীবাজার, গ্যান্ডারিয়া প্রভৃতি উল্লেখ করা হয়েছে।
এদিকে, শাকিবের নতুন সিনেমার পোস্টার দেখে তো তার ভক্তরা রীতিমতো উচ্ছ্বসিত। এক ভক্ত সেখানে মন্তব্য করেছেন, ‘কী দুর্দান্ত পোস্টার।’ আরেকজন লিখেছেন, ‘ওহ মাই গড, কী লুক!’ অন্য আরেকজন লিখেছেন, ‘মাইন্ডব্লোয়িং।‘ একজন আবার লিখেছেন, ‘আমি তো এমন কিছুর জন্যই অপেক্ষা করছিলাম।’
এ ছবিতে শাকিব খানের বিপরীতে নায়িকা কে থাকবেন, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে সূত্রের খবর এতে শাকিব খানের নায়িকা হিসেবে তিন নায়িকার সঙ্গে কথা চলছে। একজন নাজিফা তুষি,কলকাতার ঈধিকা পাল ও মধুমিতা। জানা গেছে, এ বছরের শেষ দিকে দেশের বাইরে ছবির শুটিং শুরু হবে। সবকিছু ঠিক থাকলে আগামী ঈদুল ফিতরে মুক্তি পাবে ‘প্রিন্স’।
‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ। প্রযোজনা করছে ক্রিয়েটিভ ল্যান্ড।
শাকিব খান বর্তমানে অবস্থান করছেন আমেরিকাতে। সেখানে সন্তান বীরের সঙ্গে তার সময় কাটানোর ছবি প্রকাশ্যে এসেছে। সেখান থেকে সমকালকে তিনি জানিয়েছেন, ধুমধাড়াক্কা সিনেমা তো অনেক হয়েছে। এবার একটু অন্য ধরণের স্টোরি বেইজ সিনেমা আনতে চাই। সেভাবে প্রস্তুতি নেয়া হচ্ছে এবং কাজ আগাচ্ছে। নেক্সট আসছে সাকিব ফাহাদের পরিচালনায় ‘সোলজার’, যেটা এই ডিসেম্বরে রিলিজের প্ল্যান আছে এবং পরবর্তীতে ‘প্রিন্স’ রিলিজ হবে ঈদুল ফিতরে। আরো কয়েকটা সিনেমার স্টোরির কাজ চলছে। এর বাইরে চমকপ্রদ কিছু খবর আছে, ধীরে ধীরে সবাই তা জানতে পারবেন।