পারমাণবিক কর্মসূচি পরিত্যাগের পরিকল্পনা নেই ইরান
ইরান তার পারমাণবিক কর্মসূচি পরিত্যাগের কোনো পরিকল্পনা করছে না, যদিও সম্প্রতি যুক্তরাষ্ট্রের হামলায় দেশটির একাধিক পারমাণবিক স্থাপনায় ‘গুরুতর’ ক্ষয়ক্ষতি হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, আপাতত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ রয়েছে ক্ষয়ক্ষতির কারণে, তবে এটি স্থায়ী নয়। তিনি জোর দিয়ে বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইরানের জাতীয় গর্ব এবং দেশের বিজ্ঞানীদের একটি গুরুত্বপূর্ণ অর্জন, যা ভবিষ্যতের যেকোনো পারমাণবিক চুক্তিতে সুরক্ষিত থাকবে।
২২ জুন ইসরায়েলের সহযোগিতায় যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, যার মধ্যে অন্যতম ছিল ফর্দো ভূগর্ভস্থ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, এসব স্থাপনা ‘পুরোপুরি ধ্বংস’ করা হয়েছে। তবে আরাগচি বলেন, প্রযুক্তি এখনো ইরানের কাছেই আছে, এবং বাইরের সাহায্যে নয়, এই কর্মসূচি দেশীয় সক্ষমতায় গড়ে উঠেছে—যা বোমা মেরে ধ্বংস করা সম্ভব নয়।
তিনি আরও জানান, সমৃদ্ধ ইউরেনিয়ামের বর্তমান অবস্থা এখনো মূল্যায়নের মধ্যে রয়েছে এবং দেশটির পারমাণবিক শক্তি সংস্থা এ নিয়ে কাজ করছে। অন্যদিকে, তেহরান আগামী শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে জার্মানি, ফ্রান্স এবং যুক্তরাজ্যের সঙ্গে পারমাণবিক ইস্যুতে আলোচনায় বসবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়ে আরাগচি বলেন, তেহরান আলোচনার পথ বন্ধ করেনি, তবে এখনই সরাসরি আলোচনা নয়। ট্রাম্প এর জবাবে ট্রুথ সোশ্যালে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘প্রয়োজনে আবারও হামলা চালানো হবে।