
পারমাণবিক অস্ত্রের মজুত বাড়ানোর ঘোষণা দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। সোমবার একটি নৌ ধ্বংসকারী ‘চো হিওন’ পরিদর্শনের সময় এবং যুদ্ধজাহাজের অস্ত্র ব্যবস্থা সম্পর্কে একটি প্রতিবেদন পাওয়ার পর তিনি এ ঘোষণা দিয়েছেন।
কিমের উদ্ধৃতি দিয়ে দেশটির সরকারি সংবাদ সংস্থা কেসিএনএ জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে পেশিশক্তি বাড়াতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদ্যমান পরিস্থিতিতে আমাদের সামরিক তত্ত্ব ও অনুশীলনে আমূল ও দ্রুত পরিবর্তন আনা প্রয়োজন। এ ছাড় পারমাণবিকীকরণের দ্রুত সম্প্রসারণ করা প্রয়োজন। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ায় পারমাণবিক উপাদান অন্তর্ভুক্ত থাকে বলে দাবি কিমের। পিয়ংইয়ং এসব মহড়াকে নিয়মিতভাবেই আগ্রাসনের প্রস্তুতি হিসেবে আখ্যা দিয়ে সমালোচনা করে থাকে।
– খবর বিবিসির