ট্রাম্পের তহবিল বন্ধ, অর্ধসমাপ্ত পানির প্রকল্পে ঝুঁকিতে লাখো মানুষ
ট্রাম্প প্রশাসনের হঠাৎ বৈদেশিক সহায়তা বন্ধের সিদ্ধান্তের ফলে বিশ্বের বিভিন্ন দেশে পানি ও স্যানিটেশন প্রকল্প থমকে গেছে, ঝুঁকিতে পড়েছে লাখ লাখ মানুষের জীবন। রয়টার্সের এক অনুসন্ধানে জানা গেছে, অর্থের অভাবে আফ্রিকা ও এশিয়ার অন্তত ২১টি অর্ধসমাপ্ত পানি প্রকল্পে কাজ বন্ধ হয়ে গেছে। জানুয়ারি থেকে শত শত কোটি ডলারের বরাদ্দ বাতিল করায় নির্মাণকাজে ব্যবহৃত সামগ্রী ফেলে রেখে চলে গেছেন শ্রমিকরা। নেপালে ১০০টির বেশি পানি সরবরাহ প্রকল্প বন্ধ হয়ে পড়ে আছে, যেখানে পাইপ ও হাজার হাজার সিমেন্টের বস্তা ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।
লেবাননের একটি সৌরবিদ্যুৎচালিত পানি প্রকল্প বন্ধ হয়ে ৭০ জন কর্মী চাকরি হারিয়েছেন। কেনিয়ার এক সেচ প্রকল্প অসমাপ্ত থেকে যাওয়ায় এলাকায় বন্যার ঝুঁকি তৈরি হয়েছে। এই প্রকল্পগুলো ২০১৪ সালে মার্কিন কংগ্রেসের সর্বসম্মত অনুমোদনে শুরু হয়েছিল, যা শিশুদের স্বাস্থ্য উন্নত করেছে ও উগ্রপন্থা থেকে যুবসমাজকে দূরে রেখেছিল। কিন্তু ট্রাম্প প্রশাসন অভিযোগ তোলে যে ইউএসএইড প্রকল্পে অতিরিক্ত খাতে অর্থ ব্যয় হচ্ছিল।
কঙ্গোতে একসময়কার পানি সরবরাহ কেন্দ্র এখন শিশুদের খেলার মাঠে পরিণত হয়েছে, যেখানে অপহরণ ও ধর্ষণের মতো ঘটনা ঘটছে। কেনিয়ার তাইতা তাভেতায় দেড় লাখ মানুষের জন্য ১০ কোটি ডলারের একটি প্রকল্প বন্ধ হয়ে যাওয়ায় এলাকাবাসী চরম ঝুঁকির মধ্যে পড়েছে। এমন পরিস্থিতিতে মার্কিন দূতাবাস সতর্ক করে বলেছে, অসমাপ্ত প্রকল্পগুলোর ফলে আমেরিকার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে এবং এতে উগ্রপন্থি গোষ্ঠীগুলোর সদস্য সংগ্রহ আরও সহজ হবে।