জুলাই শহীদ দিবস উপলক্ষে আজ দেশের সব মসজিদে বিশেষ দোয়া
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে আজ বুধবার জাতীয়ভাবে শোক পালিত হচ্ছে। এ উপলক্ষে শহীদদের রূহের মাগফিরাত কামনায় দেশের সব মসজিদে বাদ যোহর বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।
ইসলামিক ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আজ বাদ যোহর বেলা ১টা ৩০ মিনিটে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ফাউন্ডেশনের উদ্যোগে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে।
এছাড়া দেশের প্রতিটি মসজিদে খতিব, ইমাম ও মসজিদ পরিচালনা কমিটিকে দোয়া ও মোনাজাতের আয়োজন করতে বিশেষভাবে আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।