অন্তর্বর্তীকালীন সরকার জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে। আগামী ৫ আগস্ট (মঙ্গলবার) বিকেল ৫টায় গণঅভ্যুত্থানের সব পক্ষের উপস্থিতিতে জাতির সামনে এ ঘোষণাপত্র উপস্থাপন করা হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
আজ শনিবার দুপুরে প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি জানানো হয়। পোস্টে আরও বলা হয়, এ সংক্রান্ত বিস্তারিত ঘোষণা খুব শিগগিরই দেওয়া হবে।
এর আগে, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছিলেন, জুলাই ঘোষণাপত্র ৫ আগস্টের মধ্যেই প্রকাশ করা হবে।