চট্টগ্রামে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে টিকটক বানানোয় ১২ তরুণ কারাগারে
চট্টগ্রামের কর্ণফুলীতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিলসদৃশ টিকটক ভিডিও বানানোর সময় ১২ তরুণকে আটক করেছে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়। শুক্রবার (১২ জুলাই) রাতে এই মামলা দায়েরের পর শনিবার আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, শুক্রবার বিকেল ৩টার দিকে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর এলাকার কালা মিয়ার দোকান সংলগ্ন সড়কে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে মিছিলের আদলে ভিডিও ধারণ করছিলেন ওই তরুণেরা। এ সময় স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে কর্ণফুলী থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃত তরুণরা হলেন: ইয়াছিন আরাফাত, আব্দুল করিম, আবু হাছনাইন বিজয়, সাইফুল ইসলাম, আব্দুর রহমান, আরাফাত হোসেন, আশরাফুল জামাল, ফোরকান, মো. ইকবাল, আশিকুল ইসলাম, শরীফুল ইসলাম ও আকিফুল ইসলাম আকিব। তাদের বয়স ১৮ থেকে ১৯ এর মধ্যে এবং সবাই চরপাথরঘাটা ও চরলক্ষ্যা ইউনিয়নের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, তারা ‘চুলকানি বাহিনী ফানি বিনোদন’ নামে একটি ফেসবুক পেজ চালান, যেখানে নিয়মিত নানা রকম মজার ভিডিও আপলোড করা হয়। এর অংশ হিসেবেই তারা রাজনৈতিক স্লোগানের ব্যবহার করে টিকটক ভিডিও তৈরি করছিলেন।
এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরীফ বলেন, “তাদের কর্মকাণ্ড জনমনে ভীতি সৃষ্টি করতে পারে এমন অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।”
তবে আটক তরুণদের পরিবারের দাবি, বিষয়টি এতটা গুরুতর ছিল না। আব্দুর রহমানের বাবা জাহাঙ্গীর আলম বলেন, “স্রেফ মজার ছলে ভিডিও বানানো হয়েছিল। রাতভর থানায় থাকার পরও ছেলেদের ছাড়া হয়নি। এটা খুবই হতাশাজনক।”
এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ বিষয়টিকে অতিরঞ্জিত বললেও, পুলিশের ভাষ্য—নিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলার প্রশ্নে তারা কঠোর হতে বাধ্য।