গোপালগঞ্জে হামলার প্রতিবাদে এনসিপির দেশব্যাপী বিক্ষোভ আজ
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিতে হামলার প্রতিবাদে আজ বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করবে দলটি। গতকাল রাতে খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
তিনি জানান, জুলাই গণ-অভ্যুত্থানের বার্ষিকী উপলক্ষে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শীর্ষক কর্মসূচির অংশ হিসেবে এনসপি নেতারা দেশের বিভিন্ন জেলায় জনসংযোগ চালাচ্ছেন। গোপালগঞ্জেও পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী গতকাল দলটি সমাবেশ করে। তবে ওই কর্মসূচিতে সশস্ত্র হামলা চালায় মুজিববাদী ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা। তিনি এ হামলাকে পরিকল্পিত হত্যাচেষ্টা হিসেবে উল্লেখ করেন এবং হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম দেন।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, হামলার সময় গাড়িবহরে গুলি চালানো হয়েছে এবং এনসিপি নেতাদের পরিবারের সদস্যরাও হুমকির মুখে রয়েছেন। নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন সংগঠন হামলার প্রতিবাদে ইতিমধ্যে কর্মসূচি পালন করেছে এবং এনসিপি আজ দেশজুড়ে বিক্ষোভ করবে।
তিনি আরও জানান, এনসিপির লক্ষ্য ৩০ দিনের মধ্যে দেশের ৬৪টি জেলায় পৌঁছানো এবং পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী আজ ফরিদপুরে পথসভা অনুষ্ঠিত হবে।