গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ হয়নি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়
গোপালগঞ্জে ইন্টারনেট সেবা বন্ধ হয়নি বলে নিশ্চিত করেছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। বুধবার এক সরকারি বিবৃতিতে জানানো হয়, দেশের কোথাও ইন্টারনেট সেবা বন্ধে কোনো সিদ্ধান্ত বা নির্দেশনা জারি করা হয়নি।
বিবৃতিতে বলা হয়, যেকোনো পরিস্থিতিতেও ইন্টারনেট শাটডাউন না করার বিষয়ে সরকারের নীতিগত অবস্থান পরিষ্কার। সরকার মোবাইল ও ব্রডব্যান্ড—উভয় ধরনের ইন্টারনেট সেবা নিরবচ্ছিন্ন রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
এছাড়া, গোপালগঞ্জ বা দেশের অন্য কোনো অঞ্চলে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ বা বিঘ্ন ঘটাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কোনো নির্দেশনা দেয়নি বলে জানানো হয়। এমন সিদ্ধান্ত সরকারের বর্তমান নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক বলেও উল্লেখ করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সাধারণ মানুষকে ভুল পথে পরিচালিত করার পেছনে রাজনৈতিক স্বার্থ জড়িত থাকতে পারে। জনগণের স্বার্থে এবং দেশের স্থিতিশীলতা রক্ষায় ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে গুজব ও অপপ্রচার থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।