
Mourners attend the funeral of Palestinian journalist Mohammed Abu Hattab, who was killed in an Israeli strike, in Khan Younis in the southern Gaza Strip, November 3, 2023. REUTERS/Mohammed Salem - RC2I54ATCC1L
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় আলজাজিরার সাংবাদিক আনাস আল-শরিফসহ পাঁচ জন নিহত হয়েছেন। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার (১০ আগস্ট) সন্ধ্যায় আল শিফা হাসপাতালের প্রধান ফটকের বাইরে সাংবাদিকদের জন্য স্থাপিত একটি তাঁবুতে হামলা চালানো হয়। এতে আলজাজিরার পাঁচ সাংবাদিকসহ মোট সাতজন প্রাণ হারান।
নিহত সাংবাদিকরা হলেন— আনাস আল-শরিফ (২৮), সংবাদদাতা মোহাম্মদ ক্রিকেহ, ক্যামেরা অপারেটর ইব্রাহিম জাহের, মোহাম্মদ নওফাল এবং মোমেন আলিওয়া। আনাস আল-শরিফ দীর্ঘদিন ধরে উত্তর গাজা থেকে নিয়মিত প্রতিবেদন করে আসছিলেন। হামলার সময় তিনি আল শিফা হাসপাতালের বাইরে অবস্থান করছিলেন।
মৃত্যুর কিছুক্ষণ আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) আল-শরিফ লিখেছিলেন, ইসরায়েল গাজা নগরীর পূর্ব ও দক্ষিণ অংশে তীব্র বোমাবর্ষণ শুরু করেছে। তাঁর শেষ ভিডিওতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার শব্দ এবং বিস্ফোরণে অন্ধকার আকাশের কমলা আলোয় আলোকিত হওয়ার দৃশ্য ধরা পড়ে।
হামলার পর ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করে, আল-শরিফ হামাসের একটি শাখার নেতৃত্ব দিচ্ছিলেন এবং এ বিষয়ে তাদের কাছে ‘সুনির্দিষ্ট প্রমাণ’ রয়েছে। তবে ইউরো-মেডিটেরেনিয়ান হিউম্যান রাইটস মনিটরের বিশ্লেষক মুহাম্মদ শেহাদা আলজাজিরাকে জানান, তাঁর সহিংস কর্মকাণ্ডে জড়িত থাকার কোনো প্রমাণ নেই।
সম্প্রতি আলজাজিরা মিডিয়া নেটওয়ার্ক গাজায় তাদের সাংবাদিকদের, বিশেষ করে আনাস আল-শরিফকে লক্ষ্য করে ইসরায়েলি সেনাবাহিনীর ‘উসকানিমূলক প্রচারণা’র তীব্র নিন্দা জানিয়েছে।
সূত্র: আলজাজিরা