ইরান নতুন পারমাণবিক স্থাপনা গড়লে ফের হামলা, হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরান যদি আবার নতুন পারমাণবিক স্থাপনা নির্মাণের চেষ্টা করে, তবে যুক্তরাষ্ট্র ফের ধ্বংসাত্মক হামলা চালাবে। ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের পূর্বের হামলায় ইতোমধ্যে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণ বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেগুলো পুনর্গঠনে বহু বছর সময় লাগবে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ এক পোস্টে তিনি জানান, ইরানের তিনটি প্রধান পারমাণবিক কেন্দ্র প্রায় ধ্বংস হয়ে গেছে। যদি ইরান এগুলো পুনরায় গড়ে তোলে, সেগুলোকেও টার্গেট করা হবে।
এই প্রেক্ষাপটে, দ্য টেলিগ্রাফ জানিয়েছে, ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যকার পারমাণবিক ইস্যুতে উত্তেজনা ক্রমেই বাড়ছে। অন্যদিকে, ইরানের সেনাবাহিনীর অপারেশন বিভাগের উপপ্রধান মাহমুদ মুসাভি রয়টার্সকে জানান, ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে ক্ষতিগ্রস্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিস্থাপন করা হয়েছে। বর্তমানে ইরান ‘বাভার-৩৭৩’ ও ‘খোরদাদ-১৫’-এর মতো দেশীয় প্রযুক্তির আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করছে, যা বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরোধে সক্ষম।
এছাড়া, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির পরমাণু উপদেষ্টা আলি লারিজানির সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে রাজনৈতিক সমাধানের উপায় নিয়ে আলোচনা হয়। কূটনৈতিক সূত্রে জানা গেছে, আগামী কয়েকদিনের মধ্যেই যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি ইরানের সঙ্গে এই ইস্যুতে নতুন আলোচনায় বসতে যাচ্ছে।