আগামী অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও সমান সংখ্যক টি-২০ সিরিজ খেলতে চায় বাংলাদেশ। এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)-এর মধ্যে আলোচনা চলছে।
সিরিজটির আয়োজক হবে এসিবি। সংযুক্ত আরব আমিরাতে অক্টোবরের প্রথমার্ধে সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে তারা। ২০২৪ সালের এফটিপি অনুযায়ী আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের দুটি টেস্ট ও তিন ম্যাচের টি-২০ খেলার কথা ছিল। তবে নির্ধারিত সময়ের বাইরে দুই দল একটি ওয়ানডে সিরিজ খেললেও মূল সিরিজটি পিছিয়ে যায়।
পরবর্তীতে বিসিবি টেস্টের বদলে তিনটি ওয়ানডে এবং টি-২০ সিরিজ খেলার প্রস্তাব দেয়। বিসিবি ক্রিকেট অপারেশন্সের ইনচার্জ শাহরিয়ার নাফিজ ক্রিকবাজকে জানিয়েছেন, সাদা বলের সিরিজ নিয়ে আলোচনা চলছে। এখনো ভেন্যু চূড়ান্ত হয়নি। সব ঠিক থাকলে অক্টোবরে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে এসিবির মুখপাত্র ক্রিকবাজকে শুধু ‘হ্যাঁ’ সূচক জবাব দিয়েছেন। বিস্তারিত কিছু জানাননি।
এর আগে এসিবি চলতি বছরের জুলাই-আগস্টে ভারতের বৃহত্তর নয়দায় সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছিল। কিন্তু বর্ষার কারণে বিসিবি প্রস্তাবটি নাকচ করে। পাশাপাশি আগস্টে ভারতের বাংলাদেশ সফরের কথা থাকায় অন্য কোনো বিকল্প ভেন্যুতেও সিরিজ সরানো হয়নি। যদিও পরবর্তীতে ভারত সফরও অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যায়।