কারফিউয়ে থমথমে গোপালগঞ্জ, আটক ১৪
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের পর গতকাল বুধবার প্রশাসন কারফিউ জারি করে। কারফিউ চলাকালে রাতে যৌথ বাহিনীর অভিযানে ১৪ জনকে আটক করা হয়েছে। তাদের গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তবে এখনো পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি বলে জানিয়েছেন সদর থানার ওসি মির মো. সাজেদুর রহমান।
কারফিউর কারণে জেলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বুধবার রাত থেকে সীমিত সংখ্যক রিকশা চলাচল করলেও অন্যান্য যানবাহন এবং ব্যবসাপ্রতিষ্ঠান ছিল সম্পূর্ণ বন্ধ। প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হননি। রাতে শহরে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখে পড়ার মতো তৎপরতা দেখা যায়নি।
আজ বৃহস্পতিবার ভোর থেকে এখন পর্যন্ত রাস্তাঘাট ও বাজারে মানুষের উপস্থিতি নেই বললেই চলে। সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে এবং শহরে টহল বা কোনো দৃশ্যমান নিরাপত্তা তৎপরতা চোখে পড়ছে না। তবে জেলা কারাগারের সামনে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন।