নিউইয়র্ক ও নিউজার্সিতে ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা, জরুরি অবস্থা ঘোষণা
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও নিউজার্সিতে প্রবল বৃষ্টির ফলে হঠাৎ করে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। স্থানীয় সময় সোমবারের (১৫ জুলাই) ভারী বর্ষণে নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়ে পড়ে। পরিস্থিতির অবনতির কারণে নিউজার্সির গভর্নর ফিল মার্ফি জরুরি অবস্থা ঘোষণা করেন।
বন্যায় শহরের বহু সড়কে যানবাহন আটকে যায় এবং নিউইয়র্ক সিটির একাধিক সাবওয়ে লাইন বন্ধ হয়ে যায়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, ম্যানহাটনের একটি সাবওয়ে স্টেশনে পানির ঢলে প্ল্যাটফর্ম ডুবে গেছে, এমনকি ট্রেনের বগিতেও পানি ঢুকে পড়ে। যাত্রীরা আসনের ওপর দাঁড়িয়ে ভেজা থেকে নিজেকে রক্ষার চেষ্টা করেন।
টানা কয়েকদিনের প্রবল বৃষ্টির ফলে নিউইয়র্ক, নিউজার্সি, পেনসিলভেনিয়া এবং আশপাশের এলাকাগুলোর জন্য আকস্মিক বন্যার সতর্কতা জারি করা হয়েছিল। গভর্নর মার্ফি সাধারণ মানুষকে ঘরে থাকার আহ্বান জানিয়ে বলেন, অপ্রয়োজনীয় চলাচল এড়িয়ে চলুন।
বন্যার প্রভাবে নিউজার্সির অনেক বাস ও ট্রেন নির্ধারিত সময় অনুযায়ী চলতে পারেনি। নিউইয়র্ক সিটির কিছু সাবওয়ে লাইন সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, আর যেগুলো চালু ছিল, সেগুলোও ব্যাপক বিলম্বে চলেছে।
ওয়েস্টচেস্টার কাউন্টিতে অনেক গাড়ি পানির নিচে আটকে পড়ে এবং যাত্রীদের উদ্ধারে জরুরি উদ্ধার অভিযান শুরু হয়।
অন্যদিকে, দক্ষিণ-পূর্ব পেনসিলভেনিয়ায় মাত্র পাঁচ ঘণ্টার মধ্যে প্রায় ৭ ইঞ্চি বৃষ্টিপাত হয়। স্থানীয় বাসিন্দারা জানান, অনেক ঘরে ৫ ফুট পর্যন্ত পানি উঠেছে। এ অবস্থায় ওই অঞ্চলেও বিপর্যয় পরিস্থিতি ঘোষণা করা হয়েছে, তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সন্ধ্যার পর থেকে বৃষ্টির মাত্রা কিছুটা কমে আসায় কিছু এলাকায় পানি নামতে শুরু করেছে, তবে এখনও অনেক জায়গায় পানি জমে আছে এবং জীবনযাত্রা স্বাভাবিক হয়নি।