ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের শর্তে আলোচনা নয়
পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে কোনো আলোচনা তেহরান করবে না—যদি শর্ত থাকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধের। ইরান স্পষ্ট জানিয়েছে, শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকার তারা ছাড়বে না।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলী বেলায়েতি রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে বলেন, ‘সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধের শর্তে কোনো আলোচনায় আমরা যাব না।’
গত ১৩ জুন ইসরায়েলের আকস্মিক হামলার পর থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনার গতি থেমে যায়। শুরু হয় টানা ১২ দিনের রক্তক্ষয়ী সংঘাত। ওই সময়ে যুক্তরাষ্ট্রও ইরানের কয়েকটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। পরে ইরান ও ইসরায়েল একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে ভবিষ্যৎ আলোচনার জন্য এখনো কোনো তারিখ বা স্থান নির্ধারণ হয়নি। চলতি বছরের এপ্রিল থেকে দুই দেশের মধ্যে পাঁচ দফা বৈঠক হলেও সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক বিবৃতিতে বলেন, ‘ইরান সবসময় কূটনীতি ও গঠনমূলক আলোচনার পক্ষপাতী। এখনো শান্তিপূর্ণ সমাধানের পথ খোলা রয়েছে।’
উল্লেখ্য, ইসরায়েল ও পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করছে—যা তেহরান বারবার অস্বীকার করেছে।