তিউনিসিয়ায় প্রেসিডেন্টের খবর না দেখায় ছয় মাসের কারাদণ্ড
তিউনিসিয়ায় প্রেসিডেন্ট কাইস সাইদকে নিয়ে প্রচারিত টেলিভিশন সংবাদ দেখতে অস্বীকৃতি জানানোয় এক বন্দীকে ছয় মাসের অতিরিক্ত কারাদণ্ড দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে তিউনিসিয়ার মানবাধিকার সংস্থা ও বন্দীর আইনজীবী।
শুরুতে রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে অপরাধের অভিযোগে মামলা করা হলেও পরে তা ‘জনসমক্ষে অশোভন আচরণ’-এ পরিবর্তন করা হয়। কারাগারে নিজের কক্ষে বসে সংবাদটি দেখার কথা বলা হলেও তিনি তা দেখতে অস্বীকৃতি জানিয়েছিলেন ।