পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম তাঁর বাবাকে হারিয়েছেন। দীর্ঘ অসুস্থতার পর ৭৬ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করেন মুহাম্মদ আসলাম।
আতিফ আসলামের বাবার জানাজা লাহোরের ভ্যালেন্সিয়া টাউনে অনুষ্ঠিত হবে, যেখানে পরিবার, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা তাঁকে শেষ শ্রদ্ধা জানাবেন। ভারতীয় চলচ্চিত্রে গান গেয়ে বিশেষ জনপ্রিয়তা অর্জনকারী আতিফ ১৯৮৩ সালে জন্মগ্রহণ করেন এবং ২০০০ সালের শুরুর দিকে প্রথম অ্যালবাম ‘জলপরী’ দিয়ে সংগীতজীবন শুরু করেন।
মূলত উর্দুতে গান করলেও তিনি আরও কয়েকটি ভাষায় গান গেয়েছেন। তমঘা-ই-ইমতিয়াজ ও লাক্স স্টাইল অ্যাওয়ার্ডসহ একাধিক মর্যাদাপূর্ণ পুরস্কার জিতেছেন। এছাড়া ‘বোল’ চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং ফোর্বস এশিয়ার ১০০ তারকার তালিকায়ও স্থান পেয়েছেন।
সূত্র: পাকিস্তান অবজারভার