
ভারত আবারও বাংলাদেশি পণ্য আমদানিতে নতুন বিধি-নিষেধ জারি করেছে। এবার চার ধরনের পাটজাত পণ্য স্থলবন্দর দিয়ে আমদানি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, এসব পণ্য শুধুমাত্র মুম্বাইয়ের নভসেবা সমুদ্রবন্দর দিয়ে আমদানি করা যাবে। গতকাল সোমবার ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের অধীন বৈদেশিক বাণিজ্য মহাপরিচালকের (ডিজিএফটি) কার্যালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর করার কথা জানানো হয়েছে।
নিষিদ্ধ পণ্যের তালিকায় রয়েছে—পাট ও পাটজাত কাপড়, পাটের দড়ি বা রশি, পাটজাত দড়ি বা রশি এবং পাটের বস্তা বা ব্যাগ। বর্তমানে এসব পণ্যের মাত্র ১ শতাংশের মতো সমুদ্রপথে রপ্তানি হয়, ফলে স্থলবন্দর বন্ধের কারণে রপ্তানির প্রধান পথ কার্যত বন্ধ হয়ে গেল।
এর আগে ২৭ জুনের এক প্রজ্ঞাপনে কাঁচা পাট, পাটের রোল, পাটের সুতা ও বিশেষ ধরনের কাপড়ের আমদানিতে স্থলবন্দর নিষেধাজ্ঞা জারি করেছিল ভারত। নতুন চারটি পণ্য যুক্ত হওয়ায় এই তালিকা আরও বড় হলো।
গত কয়েক মাসে একাধিকবার অশুল্ক বাধা দিয়েছে ভারত। ১৭ মে স্থলবন্দর দিয়ে তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাদ্য, প্লাস্টিক, কাঠের আসবাব, সুতা, ফল, কোমল পানীয়সহ নানা পণ্যের আমদানি নিষিদ্ধ করা হয়েছিল। তারও আগে, ৯ এপ্রিল কলকাতা বিমানবন্দর হয়ে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের পণ্য রপ্তানির সুবিধা প্রত্যাহার করে নেয় ভারত।
📌 সূত্র: ফিন্যানশিয়াল টাইমস