
লেবাননের দক্ষিণাঞ্চলে শনিবার হিজবুল্লাহর একটি সামরিক স্থাপনা থেকে গোলাবারুদ অপসারণের সময় বিস্ফোরণে পাঁচ লেবানিজ সেনা নিহত হয়েছেন। সেনাবাহিনীর একটি সূত্র এএফপিকে এ তথ্য জানিয়েছে।
গত নভেম্বরের ইসরায়েল ও ইরান সমর্থিত হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি হয়, যা তাদের সাম্প্রতিক যুদ্ধের ইতি টেনেছিল। তারই ধারাবাহিকতায় লেবাননের সেনারা দক্ষিণাঞ্চলে মোতায়েন রয়েছে এবং সেখানে সশস্ত্র গোষ্ঠীটির অবকাঠামো ধ্বংসের কাজ চালাচ্ছে।
নাম না প্রকাশের শর্তে সূত্রটি জানিয়েছেন, ‘হিজবুল্লাহর একটি সামরিক স্থাপনার ভেতরে বিস্ফোরণে পাঁচ সেনা নিহত হয়েছেন।’ তিনি আরো জানান বলেন, যখন সেনারা ‘সাম্প্রতিক যুদ্ধের অবশিষ্ট গোলাবারুদ ও অবিস্ফোরিত অস্ত্র অপসারণ করছিলেন’, তখন বিস্ফোরণটি ঘটে।
এদিকে সেনাবাহিনী এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো বিবৃতি দেয়নি। তবে প্রেসিডেন্ট জোসেফ আউন জানিয়েছেন, তিনি সেনাপ্রধান রোডলফ হায়কালের সঙ্গে ‘একটি বেদনাদায়ক ঘটনা’ নিয়ে কথা বলেছেন, যা টাইর জেলার মাজদাল জাউন ও ওয়াদি জিবকিনের কাছে ঘটেছে এবং এতে সেনাদের মধ্যে অনির্দিষ্টসংখ্যক হতাহতের ঘটনা ঘটেছে।
এ ছাড়া প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, বিস্ফোরণটি ঘটেছে গোলাবারুদের বিস্ফোরণে, যখন একটি ইঞ্জিনিয়ারিং ইউনিট ‘অস্ত্র সরানো ও নিষ্ক্রিয় করার’ কাজ করছিল। প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক্সে লিখেছেন, তারা ‘জাতীয় দায়িত্ব পালনের সময়’ প্রাণ হারিয়েছেন।
এ ঘটনার ঠিক দুই দিন আগে লেবাননে জাতিসংঘের শান্তি রক্ষা বাহিনীর মুখপাত্র আন্দ্রেয়া তেনেন্তি জানান, সেনারা একই এলাকায় ‘মজবুত সুড়ঙ্গের বিশাল নেটওয়ার্ক’ আবিষ্কার করেছেন। এ ছাড়া জাতিসংঘের মুখপাত্র ফারহান হক সাংবাদিকদের বলেন, শান্তিরক্ষী ও লেবানিজ সেনারা ‘তিনটি বাংকার, কামান, রকেট লঞ্চার, শত শত বিস্ফোরক শেল ও রকেট, ট্যাংকবিধ্বংসী মাইন ও প্রায় ২৫০টি ব্যবহার উপযোগী ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি)’ উদ্ধার করেছেন।