
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘে যুক্তরাষ্ট্রের উপপ্রতিনিধি (অ্যাম্বাসেডর র্যাঙ্কে) হিসেবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুসকে মনোনীত করেছেন। সিনেট অনুমোদন পেলে তিনি দায়িত্ব গ্রহণ করবেন বলে জানিয়েছে বিবিসি।
ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ পোস্ট করে জানান, জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদ শুরুর পর থেকে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র হিসেবে ব্রুস অসাধারণ কাজ করেছেন। সরকারে যোগদানের আগে তিনি ২০ বছরেরও বেশি সময় ফক্স নিউজে রক্ষণশীল ধারার বিশ্লেষক হিসেবে কাজ করেছেন এবং একাধিক বেস্টসেলিং বই লিখেছেন।
পোস্টে ট্রাম্প লিখেছেন, “আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে ট্যামি ব্রুস— একজন মহান দেশপ্রেমিক, টেলিভিশন ব্যক্তিত্ব ও বেস্টসেলিং লেখক—কে যুক্তরাষ্ট্রের পরবর্তী উপপ্রতিনিধি হিসেবে মনোনীত করছি। তিনি জাতিসংঘে যুক্তরাষ্ট্রকে দারুণভাবে উপস্থাপন করবেন।”
এদিকে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিনিধি হিসেবে মনোনীত মাইক ওয়াল্টজেরও এখনো সিনেট অনুমোদন হয়নি। বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন ২০২৪ সালের সাবেক উপপ্রতিনিধি কূটনীতিক ডরোথি শি।