
‘জুলাইয়ের রক্তে লিখি শিক্ষার অধিকার’ প্রতিপাদ্য নিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড শিক্ষা সামগ্রী ডোনেশন ক্যাম্পেইন-২০২৫ আয়োজনের ঘোষণা দিয়েছে সামাজিক উদ্যোগ প্রতিষ্ঠান কাগজবাড়ি। এই ক্যাম্পেইনের মাধ্যমে মাত্র ১২ ঘণ্টায় দেশের ১,৫০০ স্কুলের প্রায় সাড়ে ৪ লাখ শিক্ষার্থীর হাতে বিনামূল্যে এক মাসের শিক্ষা সামগ্রী পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। শিক্ষা সামগ্রীর মোট ওজন হবে প্রায় ৬০ হাজার কেজি।
বুধবার (৬ আগস্ট) সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ক্যাম্পেইনের আহ্বায়ক ও কাগজবাড়ির পরিচালক জাহিদ আনোয়ার। তিনি জানান, জুলাই বিপ্লবের চেতনাকে স্মরণীয় রাখতে এবং নতুন বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০২৪ সালের জুলাই বিপ্লব দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ বাঁকবদলের মুহূর্ত। সাহসী তরুণ, শিক্ষার্থী ও সাধারণ মানুষ অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে একত্রিত হয়েছিল। সেই আন্দোলনের আত্মত্যাগকে সম্মান জানিয়ে কাগজবাড়ি এই বিশ্বরেকর্ড গড়ার উদ্যোগ নিয়েছে।
বিশ্বরেকর্ড বিষয়ক প্রেক্ষাপটে তিনি উল্লেখ করেন, ২০২২ সালে ভারতের গুজরাটের ‘গোকুলধাম নার’ ও যুক্তরাষ্ট্রের ‘হেলপিং হ্যান্ডস ফর হিউম্যানিটি ভার্জিনিয়া’ যৌথভাবে ২৪ ঘণ্টায় ৪ লাখের বেশি খাতা বিতরণ করে বর্তমান রেকর্ড গড়ে। কাগজবাড়ি এবার তা ভেঙে নতুন রেকর্ড স্থাপন করতে চায়।
জাহিদ আনোয়ার জানান, এই উদ্যোগ শুধু বিশ্বরেকর্ড অর্জনের জন্য নয়—এটি একটি শিক্ষা-আন্দোলন। তিনি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, করপোরেট গ্রুপ, এনজিও, নাগরিক সমাজ ও বিত্তবানদের স্পন্সরশিপ ও সহযোগিতার আহ্বান জানান, যেন লাখো শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ পৌঁছে দেওয়া যায়।
সংবাদ সম্মেলনে উপদেষ্টা পরিষদের সদস্য ও রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আতিয়ার রহমান বলেন, জুলাই বিপ্লবের চেতনাকে বাঁচিয়ে রাখতে এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিকভাবে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন এবং দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যবসায়ী প্রতিষ্ঠানকে যুক্ত হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ক্যাম্পেইন বাস্তবায়ন কমিটির সদস্য ও সিজিডির নির্বাহী পরিচালক সাইদুল ইসলাম, গ্লোবাল নলেজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ওমর ফারুক এবং কাগজবাড়ির কর্মকর্তারা।