
৫ আগস্ট সারা দেশে ব্যাংক বন্ধ থাকবে
আসন্ন ৫ আগস্ট (মঙ্গলবার) সারা দেশের তফসিলি ব্যাংকগুলো বন্ধ থাকবে। ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে সরকার ঘোষিত ছুটির দিন হিসেবে বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের ‘ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন’ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, সরকার ও মন্ত্রিপরিষদ বিভাগের ২ জুলাইয়ের প্রজ্ঞাপন অনুযায়ী ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে অন্যান্য সরকারি অফিস-আদালতের মতো তফসিলি ব্যাংকগুলোও এ দিন বন্ধ থাকবে।
বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এদিন ব্যাংক বন্ধ থাকায় আর্থিক লেনদেনের বিষয়টি আগেভাগে পরিকল্পনা করে নিতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হচ্ছে।