স্পাইডার-ম্যান ফিরছেন নতুন রূপে, প্রকাশ্যে টম হল্যান্ডের নতুন স্যুট
নতুন অবতারে ফিরছেন ‘স্পাইডার-ম্যান’। অভিনেতা টম হল্যান্ডের পরবর্তী স্পাইডার-ম্যান সিনেমা ঘিরে উত্তেজনার পারদ চড়ছে দিনকে দিন। ন্যাশনাল স্পাইডার-ম্যান ডে-তে প্রকাশিত একটি টিজারের রেশ না কাটতেই, শনিবার (২ আগস্ট) সকালে ইনস্টাগ্রামে নিজের নতুন স্পাইডার স্যুটের প্রথম ঝলক শেয়ার করলেন হল্যান্ড। মুহূর্তেই ভাইরাল সেই ভিডিও।
মাত্র কয়েক সেকেন্ডের ভিডিওতে অন্ধকার থেকে বেরিয়ে এসে হল্যান্ড বলেন, “আমরা তৈরি।” এই ছোট্ট বাক্যেই যেন ধরা দিলো এক নতুন অধ্যায়ের শুরু।
নতুন স্যুটে এসেছে চোখে পড়ার মতো পরিবর্তন। আগের তুলনায় আরও উজ্জ্বল লাল ও নীল রঙ, সঙ্গে রয়েছে বড় ও মোটা সাদা স্পাইডার লোগো—যা দারুণ আকর্ষণীয়। ভক্তদের অনেকেই বলছেন, এই ডিজাইনে রয়েছে টবি ম্যাগুয়ার ও অ্যান্ড্রু গারফিল্ডের স্যুটের ছাপ। ফলে একে স্পাইডার-ম্যান ফ্র্যাঞ্চাইজির প্রতি এক আবেগঘন শ্রদ্ধা হিসেবে দেখছেন অনেকে।
এই স্যুটটি প্রথম দেখা যাবে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ ছবিতে, যেটি মুক্তি পাচ্ছে ২০২৬ সালের ৩১ জুলাই। বর্তমানে ছবিটির শুটিং চলছে। এটি ২০২১ সালের ব্লকবাস্টার ‘নো ওয়ে হোম’-এর সরাসরি সিক্যুয়েল, যেখানে পিটার পার্কার মাল্টিভার্সকে রক্ষার জন্য নিজের পরিচয় ভুলে যেতে বাধ্য হন।
নতুন গল্প, নতুন লুক এবং পুরোনো স্পাইডার-ম্যানদের প্রতি শ্রদ্ধা—সব মিলিয়ে নতুন স্পাইডার-ম্যান সিনেমা ঘিরে দর্শকমনে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল ও উত্তেজনা। এখন শুধু অপেক্ষা পর্দায় পিটার পার্কারের সেই নতুন যাত্রার সাক্ষী হওয়ার।