২০২৬ সালের ১১ জুন থেকে শুরু হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসর, যার যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। প্রতিটি বিশ্বকাপে অংশ নেওয়া ব্রাজিল দল মাঠে যেমন আকর্ষণ, তেমনি গ্যালারিতেও তাদের উচ্ছ্বসিত সমর্থকদের উপস্থিতি যেন বিশ্বকাপেরই এক অনিবার্য অংশ। তবে এবার সেই চিত্র দেখা না-ও যেতে পারে।
যুক্তরাষ্ট্র-ব্রাজিলের মধ্যে চলমান কূটনৈতিক টানাপোড়েনের কারণে ব্রাজিলীয় দর্শকদের সামনে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে মার্কিন ভিসা। দ্য সান–এর প্রতিবেদন বলছে, রাজনৈতিক জটিলতার কারণে ব্রাজিলের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশে কড়াকড়ি আরোপ হতে পারে। এমনকি বিশ্বকাপ চলাকালীন সময়েও ভিসা নিষেধাজ্ঞা বহাল থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে ওয়াশিংটনে সফররত ব্রাজিলীয় সিনেটরদের স্বল্প মেয়াদের ভিসা দেওয়াও সেই আশঙ্কা জোরালো করেছে।
যদি নিষেধাজ্ঞা কার্যকর হয়, তাহলে নেইমার, ভিনিসিয়ুস জুনিয়র কিংবা রদ্রিগোদের খেলা ব্রাজিলীয় দর্শকদের দেখতে হবে টিভি স্ক্রিনে বসেই। এতে শুধু সমর্থকরাই নয়, দলটিও হারাবে মাঠের অনুপ্রেরণা।
বিশ্বকাপে ব্রাজিল সবসময়ই ট্রফির অন্যতম দাবিদার। যদিও ২০১৯ কোপা আমেরিকার পর বড় কোনো শিরোপা তাদের ঘরে আসেনি, তবুও তারকা খেলোয়াড়দের ঘিরে রয়েছে বিশাল প্রত্যাশা। ভৌগোলিকভাবে যুক্তরাষ্ট্রের কাছাকাছি হওয়ায় অনেক ব্রাজিলীয় সমর্থকের মাঠে থাকার সুযোগ থাকলেও, এই ভিসা জটিলতা তা অনিশ্চিত করে তুলছে।
এখনো ফিফার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি। তবে ফুটবল মহলে বিষয়টি ঘিরে উদ্বেগ বাড়ছে। এর আগে ট্রাম্প প্রশাসন ইরানি নাগরিকদের ক্ষেত্রেও একই ধরনের নিষেধাজ্ঞা দিয়েছিল। তবে খেলোয়াড় ও কোচরা এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবেন বলে ধারণা করা হচ্ছে।