বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা বরাবরই থাকেন আলোচনার কেন্দ্রে—কখনও তার বিলাসবহুল ফ্যাশন সেন্স, কখনও আকাশছোঁয়া পারিশ্রমিক নিয়ে। ভারত ছাড়িয়ে তার জনপ্রিয়তা ছড়িয়েছে আন্তর্জাতিক অঙ্গনেও। এক মিনিটের পারফরম্যান্সে ১ কোটি রুপি পারিশ্রমিক নেওয়ার রেকর্ড গড়েছিলেন তিনি। এবার সেই রেকর্ডও নিজেই ভেঙেছেন উর্বশী—সৌদি আরবের জেদ্দায় একটি স্টেজ পারফরম্যান্স থেকে নিয়েছেন ৭ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯ কোটি ৮৮ লাখ টাকা।
এই অসাধারণ সাফল্য নিয়ে মানি কন্ট্রোলকে দেওয়া এক সাক্ষাৎকারে উর্বশী বলেন, ‘এটা কেবল আমার একার জয় নয়—প্রতিটি ভারতীয় নারীর সাফল্য। এটা বছরের পর বছর নিষ্ঠা, শৃঙ্খলা আর শিল্পের প্রতি ভালোবাসার ফল। আমি বিশ্বাস করি, এই অর্জন আরও অনেক মেয়ের পথ তৈরি করে দেবে।’
জেদ্দা সফরের অভিজ্ঞতা নিয়েও তিনি বেশ উচ্ছ্বসিত। তার ভাষায়, ‘সৌদি আরব সফরটা ছিল দুর্দান্ত। আমি প্রথম ভারতীয় নারী, যে জেদ্দায় স্টেজ পারফর্ম করেছে। যে ভালোবাসা আর আতিথেয়তা পেয়েছি, তা আমি কখনও ভুলবো না। এটা নিঃসন্দেহে এক অসাধারণ সাংস্কৃতিক বিনিময়।’
উর্বশীর সম্পদের পরিমাণও তাক লাগানো। ইন্ডিয়া টাইমস জানায়, তার মোট সম্পদ ২৩৬ কোটি রুপি (বাংলাদেশি টাকায় প্রায় ৩৩৬ কোটি টাকা)। আবার ডিএনএ, টেলি চক্কর ও ডেকান ক্রনিকল বলছে, তার সম্পদ ৫৫০ কোটি রুপি ছাড়িয়েছে—যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৮৪ কোটি টাকা। শুধু সিনেমা নয়—বিজ্ঞাপন, মডেলিং, সোশ্যাল মিডিয়া এবং আন্তর্জাতিক প্রজেক্ট থেকে বিশাল অঙ্কের আয় করেন তিনি। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ৭২ মিলিয়নের বেশি।
গাড়ির প্রতি উর্বশীর দুর্বলতাও কম নয়। বলিউড লাইফ জানায়, তার সংগ্রহে আছে ফেরারি পোর্টোফিনো (৩.৫ কোটি), ল্যাম্বরগিনি অ্যাভেন্টাডোর (৬ কোটি), বিএমডব্লিউ ৭ সিরিজ (১.৮৩ কোটি), মার্সিডিজ বেঞ্জ এস-ক্লাস (১.৭১ কোটি) এবং অডি কিউ৭ (৯০ লাখ টাকা মূল্যের)। চলতি বছরের ১২ জানুয়ারি মুক্তি পায় উর্বশী অভিনীত সর্বশেষ সিনেমা ডাকু মহারাজ। তেলেগু ভাষার এই ছবিতে তিনি স্ক্রিন শেয়ার করেন দক্ষিণী তারকা নান্দামুরি বালাকৃষ্ণার সঙ্গে। সিনেমার ‘দাবিডি ডিবিডি’ গান ঘিরে সমালোচনা থাকলেও বক্স অফিসে ছবিটি বেশ ভালো সাড়া ফেলেছে।