৫ শতাংশ আসনে নারী প্রার্থীর প্রস্তাব বিএনপির, সরাসরি নির্বাচনের পক্ষে নয় দলটি
ঢাকা, ১৫ জুলাই — আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোকে অন্তত ৫ শতাংশ আসনে নারী প্রার্থী মনোনয়নের প্রস্তাব দিয়েছে বিএনপি। রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের আয়োজিত সংলাপে দলটি এই প্রস্তাব তুলে ধরে।
বিএনপির প্রস্তাব অনুযায়ী, আসন্ন নির্বাচন থেকে নারী মনোনয়ন ৫ শতাংশে শুরু করে পরবর্তী নির্বাচনে তা বাড়িয়ে ১০ শতাংশে উন্নীত করা হবে। তবে দলটি সরাসরি নির্বাচনের পক্ষে নয়। বরং বিদ্যমান সংরক্ষিত আসনের পদ্ধতিই অব্যাহত রাখতে চায় বিএনপি, যেখানে দলগুলো নির্বাচনে প্রাপ্ত আসনের অনুপাতে নারী আসন পায়।
জাতীয় ঐকমত্য কমিশন সংরক্ষিত নারী আসনের সংখ্যা ৫০ থেকে বাড়িয়ে ১০০ করার প্রস্তাব দিয়েছে। তাদের প্রস্তাবে এই আসনগুলোতে সরাসরি নির্বাচন চালুর সুপারিশও রয়েছে। কিন্তু বিএনপি এই প্রস্তাবে দ্বিমত জানায়।
সংলাপে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, “আমরা প্রস্তাব করছি— বর্তমান সংরক্ষিত ৫০ আসন বহাল থাকবে। পাশাপাশি ৩০০ আসনের মধ্যে কমপক্ষে ৫ শতাংশ অর্থাৎ ১৫টি আসনে রাজনৈতিক দলগুলো নারী প্রার্থী মনোনয়ন দেবে। এটি হবে একটি ‘জেন্টলম্যানস অ্যাগ্রিমেন্ট’। সংবিধান সংশোধন হলে, তখন ১০ শতাংশ নারী প্রার্থীর বাধ্যবাধকতা রাখা যাবে।”
তিনি আরও বলেন, “বর্তমানে সংসদ না থাকায় সংবিধান সংশোধনের সুযোগ নেই। তাই আপাতত দলগুলোর মধ্যে সমঝোতা ভিত্তিক এই ব্যবস্থা চালু করা যেতে পারে।”
নারী আসন বৃদ্ধিতে বিএনপি সম্মত হলেও সরাসরি নির্বাচনের বিরোধিতা করেছে। জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও সরাসরি নির্বাচনের বদলে রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে সংরক্ষিত আসন বণ্টনের (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন বা পিআর) দাবি করা হয়। অন্যদিকে, এনসিপি নারী আসনে সরাসরি নির্বাচন চায়।
উল্লেখ্য, জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এর আগেই মন্তব্য করেন— সংরক্ষিত আসনে নারী ক্ষমতায়ন নিশ্চিত হয়নি, তাই সরাসরি নির্বাচনের পথেই যেতে হবে।
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ বলেন, “যদি দেখা যায় এই প্রক্রিয়ায় সমাজে নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়ছে, তবে ভবিষ্যতে সরাসরি নির্বাচনের ভিত্তি আরও বিস্তৃত করা যাবে।”
এই আলোচনার মধ্য দিয়ে আবারও সামনে এলো বাংলাদেশের রাজনীতিতে নারীর প্রতিনিধিত্ব নিশ্চিত করার নানা মতপার্থক্য ও ভবিষ্যৎ দিকনির্দেশনার ইঙ্গিত।