যুক্তরাষ্ট্রের বোয়িং থেকে ২৫টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ জানালেন বাণিজ্য সচিব
যুক্তরাষ্ট্রের বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে ২৫টি উড়োজাহাজ কেনার জন্য অর্ডার দিয়েছে বাংলাদেশ সরকার। রবিবার (২৭ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
তিনি বলেন, “বোয়িংয়ের ব্যবসা পরিচালনা করে প্রতিষ্ঠানটি নিজেই, যুক্তরাষ্ট্র সরকার নয়। আমরা বোয়িং থেকে ২৫টি উড়োজাহাজ কেনার অর্ডার দিয়েছি। ভারত, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়াও প্রত্যেকে ১০০টি করে অর্ডার দিয়েছে। বোয়িং তাদের উৎপাদন সক্ষমতা অনুযায়ী সরবরাহ করবে, এতে সময় লাগবে।”
এদিকে আগামী ১ আগস্ট থেকে বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর যুক্তরাষ্ট্র ৩৫ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করতে যাচ্ছে। মাত্র পাঁচ দিনের ব্যবধানে কার্যকর হতে যাওয়া এ শুল্কের ফলে তৈরি পোশাকসহ রপ্তানি খাতে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, এমন সংকটের মধ্যে মার্কিন বোয়িং কম্পানির সঙ্গে বড় অর্ডারের এই চুক্তি কৌশলগত পরিত্রাণ হিসেবে বিবেচিত হতে পারে। এতে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদার হওয়ার সম্ভাবনা রয়েছে।