এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) সভাপতি ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান মোহসিন নাকভি ঘোষণা দিয়েছেন, ২০২৫ সালের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। আগামী ৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই আসর, যা হবে টি-টোয়েন্টি ফরম্যাটে।
টুর্নামেন্টে অংশ নেবে আটটি দল—আফগানিস্তান, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও হংকং।
ঢাকায় বৃহস্পতিবার অনুষ্ঠিত এসিসির বার্ষিক সাধারণ সভায় এশিয়া কাপের ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। ভারত ও পাকিস্তানের সাম্প্রতিক সামরিক উত্তেজনার পর টুর্নামেন্টের আয়োজন নিয়ে শঙ্কা থাকলেও সভা শেষে মোহসিন নাকভি নির্দ্বিধায় সময়সূচি ও ভেন্যু নিশ্চিত করেন।
যদিও ভারত এবারের আয়োজক, তবে বিসিসিআই ও পিসিবির মধ্যে একটি চুক্তি অনুযায়ী, ভবিষ্যতের টুর্নামেন্টে নিরপেক্ষ ভেন্যুতে খেলার ব্যবস্থা রাখা হয়েছে—বিশেষ করে ভারত-পাকিস্তান ম্যাচের ক্ষেত্রে। এ কারণে আগের মতো এবারও ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতেই আয়োজন করা হচ্ছে।
পূর্ববর্তী আসরে ভারত শ্রীলঙ্কাকে হারিয়ে শিরোপা জিতেছিল। যদিও এবার গ্রুপ ভাগ নিয়ে এখনো আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি, তবে ঐতিহ্য অনুযায়ী ভারত-পাকিস্তান একই গ্রুপে থাকার সম্ভাবনাই বেশি।