অধ্যাপক ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের পদত্যাগ দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। আজ বুধবার চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকায় ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির এক পথসভায় তিনি এ দাবি জানান।
হাসনাত বলেন, সরকারের কাছে অনেক আশাবাদী ছিলাম, কিন্তু স্বাস্থ্যব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো আগের মতোই রয়ে গেছে। তিনি অভিযোগ করেন, বর্তমান স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ড. মুহাম্মদ ইউনূসের ঘনিষ্ঠ এবং তাঁর ‘স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ’। তিনি আরও বলেন, ‘এই উপদেষ্টা চিকিৎসা সম্পর্কে কিছুই বোঝেন না, তাঁর একমাত্র যোগ্যতা হলো গ্রামীণ ব্যাংকে কাজ করা ও ইউনূসের কাছের মানুষ হওয়া।’ তিনি প্রশ্ন তোলেন, ‘এই স্বাস্থ্য উপদেষ্টা দিয়ে আমরা কী করব? নিজের চিকিৎসার জন্য তিনি বিদেশে যান, অথচ দেশের জনগণের চিকিৎসার কোনো উন্নয়ন নেই।’
এনসিপি নেতা হাসনাত বলেন, এই পদে থাকার নৈতিক অধিকার তাঁর নেই, তাই রাষ্ট্রীয় কোষাগারের টাকায় বেতন নেওয়ার বদলে তাঁকে অবিলম্বে পদত্যাগ করা উচিত।
উত্তরায় যুদ্ধবিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণ করে তিনি আরও বলেন, ‘লাশের ওপর দিয়ে আওয়ামী লীগ আবার রাজনীতিতে ফিরে আসার চেষ্টা করছে। আমরা যারা ফ্যাসিবাদবিরোধী, তারা শোককে শক্তিতে রূপান্তর করে আওয়ামী লীগকে প্রতিহত করব।’ তিনি আওয়ামী লীগকে আবারও উত্থান থেকে রুখে দিতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।
এ পথসভায় আরও বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম এবং জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। এর আগে সকালে চাঁদপুর সার্কিট হাউসে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন দলের নেতারা। চাঁদপুরের পথসভা শেষে পদযাত্রা কুমিল্লার উদ্দেশ্যে রওনা হয়, পথে হাজীগঞ্জে শহীদ আজাদ চত্বর উদ্বোধন ও শাহরাস্তির দোয়াভাঙ্গায় আরেকটি পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।