ফের ইউনেস্কো থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিলেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও যুক্তরাষ্ট্রকে ইউনেস্কো থেকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। হোয়াইট হাউস জানিয়েছে, ইউনেস্কো ‘ওয়োক’ ও বিভাজনমূলক সংস্কৃতি ও সামাজিক বিষয়কে সমর্থন করে, যা সাধারণ আমেরিকানদের মূল্যবোধের সঙ্গে মানানসই নয়। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে নেওয়া এই সিদ্ধান্ত তার আগের সময়কার সিদ্ধান্তের পুনরাবৃত্তি, যা পরবর্তীতে প্রেসিডেন্ট জো বাইডেন বাতিল করেছিলেন। প্যারিসভিত্তিক ইউনেস্কো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক শান্তি ও সহযোগিতার লক্ষ্যে গঠিত হয়।
হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি বলেন, ইউনেস্কোর কার্যক্রম আমেরিকান জনগণের বিশ্বাস করা নীতিগুলোর বিপরীত। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মতে, ইউনেস্কো একধরনের গ্লোবালিস্ট ও মতাদর্শিক এজেন্ডা চালাচ্ছে এবং ফিলিস্তিনকে সদস্য রাষ্ট্র হিসেবে গ্রহণ করে ইসরায়েলবিরোধী বক্তব্যকে উৎসাহিত করছে, যা ‘আমেরিকা ফার্স্ট’ নীতির পরিপন্থী। ইউনেস্কোর মহাপরিচালক অড্রে আজুলে এই সিদ্ধান্তে দুঃখ প্রকাশ করে জানান, সংস্থাটি এ ধরনের অবস্থার জন্য আগে থেকেই প্রস্তুত ছিল। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ইউনেস্কোর প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।
যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তে ইউনেস্কোর বাজেট সীমিতভাবে প্রভাবিত হতে পারে, কারণ মার্কিন অর্থায়ন বর্তমানে মাত্র ৮ শতাংশ। উল্লেখ্য, ট্রাম্প তার প্রথম মেয়াদে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, প্যারিস জলবায়ু চুক্তি এবং জাতিসংঘ মানবাধিকার পরিষদ থেকেও যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করেছিলেন এবং এখন দ্বিতীয় মেয়াদে সেই নীতিগুলো পুনর্বহাল করছেন।