জুয়ার অ্যাপের প্রচার বিজয় দেবেরাকোণ্ডাসহ একাধিক তারকাকে ইডির তলব
দক্ষিণী চলচ্চিত্র ইন্ডাস্ট্রির একাধিক জনপ্রিয় তারকা এবার বিপাকে পড়েছেন অনলাইনে অবৈধ জুয়ার অ্যাপের প্রচারে যুক্ত থাকার অভিযোগে। এই অভিযোগের ভিত্তিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) নজর দিয়েছে বেশ কয়েকজন তারকার ওপর। আজ সোমবার ইডি সমন পাঠিয়ে অভিনেতা প্রকাশ রাজ, বিজয় দেবেরাকোণ্ডা, রানা ডাগ্গুবতিসহ আরও কয়েকজন তারকাকে তলব করেছে।
খবরে জানা গেছে, সংশ্লিষ্ট তারকাদের আলাদাভাবে ইডির দপ্তরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ২৩ জুলাই রানা ডাগ্গুবতিকে, ৩০ জুলাই প্রকাশ রাজকে, ৬ আগস্ট বিজয় দেবেরাকোণ্ডাকে এবং ১৩ আগস্ট লক্ষ্মী মাঞ্চুকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে।
এর আগে ২৯ জনের বিরুদ্ধে বেআইনি জুয়ার অ্যাপ প্রচারের অভিযোগে মামলা দায়ের করা হয়েছিল, যার মধ্যে অনেকেই সামাজিক মাধ্যমে প্রভাবশালী এবং জনপ্রিয় ইউটিউবারও রয়েছেন। এই তদন্তে প্রথমবারের মতো শীর্ষস্থানীয় কয়েকজন তারকাকে তলব করল ইডি।
তদন্ত সূত্রে জানা গেছে, হায়দরাবাদের ব্যবসায়ী ফণীন্দ্র শর্মার দায়ের করা অভিযোগের ভিত্তিতেই মূলত এই এফআইআর করা হয়। মার্চ মাসে অবৈধ বেটিং অ্যাপ সংক্রান্ত প্রাথমিক মামলার ভিত্তিতে তদন্ত শুরু হয়। ইডি এখন খতিয়ে দেখছে, জুয়ার অ্যাপের প্রচারে অংশ নেওয়া তারকাদের সঙ্গে কত অঙ্কের লেনদেন হয়েছে এবং সেটি বেআইনি কার্যকলাপের আওতায় পড়ে কি না।