সাগরিকার হ্যাটট্রিকে বিধ্বস্ত নেপাল, অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ
সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে অপরাজিত থেকে দুর্দান্ত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। ফাইনালের মতো গুরুত্বপূর্ণ শেষ ম্যাচে সাগরিকার হ্যাটট্রিকসহ চার গোলের ঝড়ে নেপালকে ৪-০ ব্যবধানে হারিয়ে শিরোপা নিশ্চিত করেছে লাল-সবুজের মেয়েরা। ম্যাচের আগে একটি ড্র করলেই চ্যাম্পিয়ন হতো বাংলাদেশ, তবে তারা জয় দিয়েই মঞ্চ ছেড়েছে। বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত এই ম্যাচটিই ছিল আসরের ‘অঘোষিত ফাইনাল’। নিষেধাজ্ঞার কারণে তিন ম্যাচ মাঠের বাইরে থাকা সাগরিকা নিজের প্রত্যাবর্তনটা স্মরণীয় করে রাখেন এই চার গোলের মাধ্যমে, যার মধ্যে টুর্নামেন্টে এটি ছিল তার দ্বিতীয় হ্যাটট্রিক।
ম্যাচটি শুরু হয় বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিটের নীরবতার মাধ্যমে। এরপরই খেলার নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। দ্বিতীয় মিনিটেই সাগরিকার শটে প্রথম বড় সুযোগ তৈরি হয়, যা রক্ষা করেন নেপালের গোলরক্ষক সুজাতা তামাং। পঞ্চম মিনিটে কর্নার থেকে তার হেড গোললাইন থেকে সেভ হলেও অষ্টম মিনিটে গোলখরা কাটান সাগরিকা, সতীর্থের পাসে গোলরক্ষককে কাটিয়ে ফাঁকাবারে গোল করেন তিনি। এরপর ১৯ মিনিটে নেপাল সমতায় ফেরার কাছাকাছি গেলেও ভাগ্য ও বাংলাদেশের গোলরক্ষক মিলি আক্তারের দৃঢ়তায় তারা ব্যর্থ হয়। প্রথমার্ধে মুনকি আক্তারের একটি দারুণ সুযোগও নষ্ট হয়।
বিরতির পর বাংলাদেশ আবারও আক্রমণাত্মক খেলতে থাকে। ৪৮ মিনিটে পোস্টে লেগে গোল মিস করলেও ৫১ মিনিটে উমেলা মারমার পাস ধরে অসাধারণ ফিনিশিংয়ে দ্বিতীয় গোলটি করেন সাগরিকা। এরপর ৫৭ মিনিটে জয়নব বিবির পাসে মাথার ওপর দিয়ে বল উড়িয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন। ৬৩ ও ৭৪ মিনিটে আরও দুইবার গোলের সম্ভাবনা থাকলেও নেপালের গোলরক্ষক সুজাতার অসাধারণ প্রতিরোধে সেগুলো গোলে পরিণত হয়নি। ৭৭ মিনিটে শেষ পর্যন্ত নিজের চতুর্থ গোল করেন সাগরিকা, যা তাকে টুর্নামেন্টে ৮ গোলের মালিক করে তোলে। যদিও নেপালের পূর্ণিমা রাই ১০ গোল করে সর্বোচ্চ গোলদাতার অবস্থান ধরে রেখেছেন।
৮২ মিনিটে নেপাল একমাত্র গোল করার সুযোগ পেলেও মিনা দেউবা একক প্রচেষ্টায় গোল করতে ব্যর্থ হন। আর কোনো গোল না হওয়ায় ৪-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। এই জয়ের মাধ্যমে তারা যুব পর্যায়ে পঞ্চমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করলো। আগেরবার ভুটানের সঙ্গে যৌথভাবে শিরোপা জিতলেও এবার এককভাবেই তারা ট্রফি ঘরে তুললো, যা কোচ পিটার বাটলারের প্রত্যাশা পূরণ করলো।