এবার ঘরের মাঠে পাকিস্তান চ্যালেঞ্জ
বাংলাদেশ এবার ঘরের মাঠে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি—প্রতিপক্ষ পাকিস্তান। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজকের ম্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে পাকিস্তান অধিনায়ক সালমান আগা বাংলাদেশ দলের প্রশংসা করে জানান, লিটন কুমার দাসের দল বিশ্বের যেকোনো কন্ডিশনে ভালো খেলতে সক্ষম। এমন মন্তব্যে লিটন নিজেও নিশ্চয়ই আত্মতুষ্টি অনুভব করেছেন। তবে পরিসংখ্যান বলছে ভিন্ন কথা—বাংলাদেশ শেষ ৯ বছরে পাকিস্তানের বিপক্ষে কোনো টি-টোয়েন্টি ম্যাচ জিততে পারেনি। মে মাসে লাহোরে অনুষ্ঠিত তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার হতাশা এখনো টাটকা। যদিও শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য শেষ হওয়া সিরিজ জয় কিছুটা আত্মবিশ্বাস ফিরিয়েছে লিটনদের।
লিটন জানিয়েছেন, আজকের ম্যাচে দুই দলের জন্যই সমান সুযোগ থাকবে। পাকিস্তানের বিপক্ষে সতর্ক থাকার কথা তিনি আগেই বলেছেন। কারণ, পাকিস্তানের অধিকাংশ খেলোয়াড় বিপিএলের মাধ্যমে মিরপুরের কন্ডিশন সম্পর্কে ভালোভাবে পরিচিত। অন্যদিকে, বৈরী আবহাওয়ার কারণে উইকেট প্রস্তুত করাও বড় চ্যালেঞ্জ। টানা বৃষ্টির কারণে উইকেটের নিচে পানি জমে আছে এবং কিউরেটর গামিনি ডি সিলভা পর্যন্ত উইকেট ঠিকভাবে প্রস্তুত করতে না পারার কথা জানিয়েছেন। লিটন বলেন, এ অবস্থায় উইকেট নিয়ে ভাবার কিছু নেই, বরং খেলোয়াড়দের লক্ষ্য হওয়া উচিত কিভাবে এই অবস্থার মধ্যেও ভালো ক্রিকেট খেলা যায়।
ইতিহাস বলছে, ২০১৫ সালে এই মিরপুরেই পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি জয় এসেছিল, সেই ম্যাচেই মুস্তাফিজুর রহমানের অভিষেক হয়েছিল। এরপর ২০১৬ সালের এশিয়া কাপে মাশরাফির দল পাকিস্তানকে হারিয়েছিল। তবে সাম্প্রতিক সময়ে এই ধারাবাহিকতা রক্ষা করা সম্ভব হয়নি। আজ যদি বাংলাদেশ দল সাহসিকতা ও সঠিক পরিকল্পনা নিয়ে মাঠে নামে, তবে জয়-পরাজয়ের ব্যবধান কমতে পারে। লিটনের মতে, দলের ভেতরে যে কোনো প্রতিপক্ষকে হারানোর মানসিকতা আছে, তবে নির্দিষ্ট দিনে ভালো ক্রিকেট খেলাটাই হবে সাফল্যের চাবিকাঠি।
মিরপুরের উইকেট যদি ট্রিকি হয়, তবে একাদশে পেস ও স্পিনের ভারসাম্য বজায় রাখার দিকেই ঝুঁকবে টিম ম্যানেজমেন্ট। অফ স্পিনার শেখ মেহেদী ও লেগ স্পিনার রিশাদ হোসেনের পাশাপাশি পেস আক্রমণে থাকতে পারেন মুস্তাফিজ, তানজিম হাসান সাকিব ও শরিফুল ইসলাম। এরা সবাই শ্রীলঙ্কার বিপক্ষে স্পিন ট্র্যাকেও দারুণ খেলেছেন। শেষ পর্যন্ত যেই একাদশই মাঠে নামুক না কেন, লিটন কুমার দাসের চোখে আজ ঘরের মাঠে জয় ছিনিয়ে আনার স্বপ্ন।