সালাহউদ্দিনকে নিয়ে বক্তব্যে উত্তাল কক্সবাজার, এনসিপির কর্মসূচিতে হামলা-বিক্ষোভ
কক্সবাজারে এনসিপির পথসভায় বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদকে ঘিরে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিতর্কিত বক্তব্যে ক্ষোভে ফেটে পড়েছে বিএনপি ও সহযোগী সংগঠনগুলো। শহীদ দৌলত ময়দানে বক্তব্যের পরপরই শহরজুড়ে বিক্ষোভ শুরু হয়, মিছিল-অবরোধে উত্তপ্ত হয়ে ওঠে কক্সবাজার শহর।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে এনসিপির পদযাত্রা দল সেনাবাহিনীর সাঁজোয়া যানের পাহারায় শহর ত্যাগ করে বান্দরবানের পথে রওনা দেয়। ঈদগাহ ও চকরিয়ায় নির্ধারিত পথসভাগুলো বাতিল হয়, কারণ চকরিয়ায় পৌঁছার আগেই বিক্ষুব্ধ বিএনপি কর্মীরা সভামঞ্চ গুঁড়িয়ে দেন ও সড়ক অবরোধ করেন। সেনাবাহিনী ও পুলিশ লাঠিচার্জ করে সড়ক থেকে অবরোধকারীদের সরিয়ে দেয়, এতে কয়েকজন আহত হন।
বিতর্কের সূত্রপাত ঘটে দুপুরে, যখন নাসীরুদ্দীন পাটওয়ারী নাম উল্লেখ না করে বলেন, “শুনছি, কক্সবাজারের নব্য গডফাদার শিলং থেকে এসেছে, ঘের ও জমি দখল করছে। সংস্কার বোঝে না। জনতা রাজপথে ঠেকাবে।” এই মন্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল হলে শহরজুড়ে প্রতিবাদ শুরু হয়।
সমাবেশ শেষে এনসিপির ব্যানার-পোস্টার ছিঁড়ে ফেলা হয় এবং এনসিপির নেতাকর্মীরা দ্রুত স্থান ত্যাগ করেন। টেকনাফ, উখিয়া, চকরিয়া, পেকুয়া সহ বিভিন্ন উপজেলাতেও বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
এদিকে, এনসিপির ঘোষিত পাঁচ জেলার পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজারে সকাল ১০টায় যাত্রা শুরুর কথা থাকলেও তা দুপুরে শুরু হয়। সভায় এনসিপি সভাপতি নাহিদ ইসলাম বলেন, উচ্চকক্ষে পিআর পদ্ধতি ও সাংবিধানিক নিয়োগে সংস্কার আনলে রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব হবে।