তিস্তায় ১২ হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের পথে পরিবেশ উপদেষ্টা
তিস্তা নদী ব্যবস্থাপনায় ১২ হাজার কোটি টাকার একটি বড় প্রকল্প বাস্তবায়নের পথে রয়েছে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি জানান, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই প্রকল্পের চূড়ান্ত চুক্তি সম্পন্ন হবে।
বুধবার রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই শহিদ দিবস ২০২৫’ ও শহিদ আবু সাঈদের প্রথম শাহাদাৎ বার্ষিকীর স্মরণসভায় তিনি এ কথা বলেন।
তিনি আরও জানান, রংপুরে একটি পূর্ণাঙ্গ সরকারি হাসপাতাল স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার এবং জলাবদ্ধতা নিরসনে শ্যামাসুন্দরী খাল পুনঃখননসহ বিভিন্ন প্রকল্প চলমান রয়েছে।
আবু সাঈদের সাহসিকতা ও আদর্শ তরুণ প্রজন্মকে দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে অনুপ্রাণিত করবে বলেও মত দেন তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শহিদ আবু সাঈদের পিতা মকবুল হোসেন, উপদেষ্টা ড. আসিফ নজরুল, ইউজিসি চেয়ারম্যান ড. এস এম এ ফায়েজ, সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের, রংপুরের জেলা প্রশাসক ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ শিক্ষক-শিক্ষার্থী ও শহিদ পরিবারের সদস্যরা।
অনুষ্ঠান শেষে শহিদ আবু সাঈদ তোরণ, স্মৃতিস্তম্ভ ও জাদুঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন করা হয়।