সৌদি আরবের সঙ্গে শ্রমিক পাঠানো নিয়ে শিগগিরই ঐতিহাসিক চুক্তি আসিফ নজরুল
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল জানিয়েছেন, আগামী দুই-তিন সপ্তাহের মধ্যেই সৌদি আরবের সঙ্গে শ্রমিক পাঠানো নিয়ে একটি ঐতিহাসিক চুক্তি হতে যাচ্ছে। এই চুক্তি হবে বাংলাদেশের ইতিহাসে প্রথম, এমনকি ভারত ও পাকিস্তানের সঙ্গেও সৌদির এমন কোনো চুক্তি নেই বলে উল্লেখ করেন তিনি।
শনিবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘রেমিট্যান্স যোদ্ধা দিবস’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি জানান, এই চুক্তির মাধ্যমে সৌদি আরবে কর্মরত বাংলাদেশি শ্রমিকরা আরও নিরাপত্তা ও সুবিধা পাবেন। একইসঙ্গে অতীতে বিমানের টিকিট ও ভিসা থাকা সত্ত্বেও যারা মালয়েশিয়ায় যেতে পারেননি, তাদের পাঠানোর উদ্যোগও নেওয়া হয়েছে। মালয়েশিয়ার পক্ষ থেকেও ইতিবাচক সাড়া পাওয়া গেছে।
জুলাই আন্দোলনে প্রবাসীদের সাহসী ভূমিকার প্রশংসা করে আসিফ নজরুল বলেন, জীবনের ঝুঁকি নিয়ে প্রবাসীরা যে সমর্থন দিয়েছেন, তা দৃশ্যমান না হলেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি জানান, সরকারের পক্ষ থেকে প্রবাসীদের জন্য হাসপাতাল নির্মাণ এবং বিদেশফেরত কর্মীদের পুনরায় বিদেশ যাত্রার প্রক্রিয়া সহজ করতে মন্ত্রণালয়ে ডিজিটালাইজেশন করা হয়েছে।
তিনি আরও বলেন, বিদেশে যাওয়ার আগে সবাইকে সঠিক প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। অনেকেই ৮–৯ লাখ টাকা ব্যয় করে সৌদি আরবে গিয়ে চরম দুর্ভোগে পড়ছেন। তাই ভেবে-চিন্তে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।
দেশের ভাবমূর্তি রক্ষায় প্রবাসীদের দায়িত্বশীল আচরণের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “আপনারা দেশের প্রতিনিধিত্ব করেন। ৯৯ শতাংশ মানুষ ভালো কাজ করলেও ১ শতাংশের ভুলে সব অর্জন ম্লান হয়ে যায়।”
অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন দেশ থেকে আগত রেমিট্যান্স যোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।