
ভূমি মন্ত্রণালয় সহকারী কমিশনার (ভূমি) পদায়ন নীতিমালা-২০২৫ জারি করেছে, যা তাদের দায়িত্ব, মেয়াদ এবং শাস্তিমূলক ব্যবস্থার বিষয়টি স্পষ্ট করেছে।
মঙ্গলবার (৪ আগস্ট) মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ স্বাক্ষরিত এই নীতিমালায় বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮ এবং Rules of Business, 1996 অনুযায়ী এ নির্দেশনা কার্যকর হবে। নীতিমালা অনুসারে, একজন সহকারী কমিশনার (ভূমি) সাধারণত দুই বছরের জন্য পদায়ন পাবেন। নিজ জেলা বা স্বামী/স্ত্রীর জেলায় তাদের পদায়ন করা যাবে না। তবে স্বামী-স্ত্রী উভয়েই যদি প্রজাতন্ত্রের কর্মকর্তা হন, তাহলে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী একই বিভাগে এবং সম্ভব হলে একই জেলায় তাদের পদায়ন করা যেতে পারে।
নীতিমালায় আরও উল্লেখ করা হয়েছে, কর্মস্থলে অনিয়ম, অনৈতিকতা বা দায়িত্ব পালনে গাফিলতি প্রমাণিত হলে সংশ্লিষ্ট এসিল্যান্ডদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি, সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নিয়োজিত সকল কর্মকর্তার জন্য সার্ভে অ্যান্ড সেটেলমেন্ট প্রশিক্ষণ গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে।