শ্রীলঙ্কার মাটিতে প্রথম সিরিজ জয় টাইগারদের
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে ঐতিহাসিক সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে জয় পেল টাইগাররা—যা লঙ্কান মাটিতে তাদের প্রথম সিরিজ জয়।
প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে সিরিজে সমতা আনে বাংলাদেশ। এরপর কলম্বোর ম্যাচটি হয়ে ওঠে অলিখিত ফাইনাল, যেখানে লিটন দাসের নেতৃত্বে অলআউট ক্রিকেট খেলে জয় তুলে নেয় বাংলাদেশ।
১৩৩ রানের লক্ষ্য তাড়ায় ওপেনার ইমন গোল্ডেন ডাক হলেও লিটন ও তানজিদ তামিমের ৭৪ রানের জুটি ম্যাচের ভিত গড়ে দেয়। লিটন ২৬ বলে ৩২ করে আউট হলেও তামিম ৪৭ বলে ৭৩ রানে অপরাজিত থেকে ম্যাচ শেষ করেন। তাওহিদ হৃদয় যোগ করেন ২৭ রান।
বাংলাদেশের বোলিং ছিল দুর্দান্ত। শেখ মেহেদি ক্যারিয়ারসেরা ৪ ওভারে ১১ রানে ৪ উইকেট শিকার করেন। শরিফুল, তানজিম, মুস্তাফিজ ও শামীম একটি করে উইকেট নেন। শ্রীলঙ্কা নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত সংগ্রহ করে মাত্র ১৩২ রান।
এই জয়ে বিদেশের মাটিতে লিটনের অধিনায়কত্বে দ্বিতীয় সিরিজ জয় পেল বাংলাদেশ। শ্রীলঙ্কা সফর ছিল প্রমাণের মঞ্চ, যেখানে লিটনের দল দুর্দান্তভাবে উত্তীর্ণ হয়েছে।