এখনো শনাক্ত করা যায়নি ৬ মরদেহ, ডিএনএ নমুনা দেওয়ার আহ্বান
শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জুবাইরকে প্রত্যাহার করা হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে জানান, মাইলস্টোন ট্রাজেডির পূর্ণাঙ্গ তদন্তের জন্য শিগগিরই একটি কমিটি গঠন করা হবে।
শিক্ষার্থীদের ছয় দফা দাবির আলোকে এই তদন্ত কমিটি গঠিত হবে বলে উল্লেখ করেন তিনি। মাহফুজ আলম, যিনি জনপ্রশাসন বিষয়ক কমিটির সদস্যসচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন, আরও জানান—ইতোমধ্যেই শিক্ষা সচিবকে অপসারণ করা হয়েছে এবং সরকার ন্যায্য যেকোনো দাবিকে সম্মান জানাতে ও বাস্তবায়নে দায়বদ্ধ।