ভারতের ভিসা প্রক্রিয়াকরণ ফি বাড়ছে, কার্যকর ১০ আগস্ট থেকে
বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা প্রক্রিয়াকরণ ফি বাড়ানো হয়েছে। ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী ১০ আগস্ট থেকে ভিসা প্রক্রিয়াকরণ ফি ৮০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা করা হবে।
আইভ্যাক-এর ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (IVAC) জমা দেওয়া প্রত্যেকটি আবেদনের জন্য নতুন এই ফি নির্ধারণ করা হয়েছে। এই ফি মূলত ভিসা আবেদন প্রক্রিয়ার বিভিন্ন সুবিধা ও ব্যবস্থাপনার জন্য আইভ্যাক কর্তৃক নেওয়া সার্ভিস চার্জ হিসেবে বিবেচিত হবে।
আইভ্যাক আরও জানায়, ২০১৮ সালের পর এই প্রথম ভিসা প্রসেসিং ফি বাড়ানো হলো। সেবার মান, অবকাঠামো উন্নয়ন এবং ভিসা আবেদন প্রক্রিয়া আরও আধুনিক ও কার্যকর করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
তবে ভারত সরকারের বিদ্যমান নীতির আওতায় বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা এখনো বিনামূল্যেই থাকবে। অর্থাৎ, মূল ভিসা ফি নেওয়া হবে না—শুধুমাত্র সার্ভিস চার্জ হিসেবে এই প্রক্রিয়াকরণ ফি দিতে হবে আবেদনকারীদের।