বিদেশ ভ্রমণের জিওতে বাধ্যতামূলকভাবে পাসপোর্ট নম্বর উল্লেখের নির্দেশ
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণের অনুমোদনপত্রে (জিও) বাধ্যতামূলকভাবে পাসপোর্ট নম্বর উল্লেখ করার অনুরোধ জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ বিষয়ে সব মন্ত্রণালয় ও বিভাগকে চিঠি দিয়েছে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ শাখা-২।
চিঠিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীর বিদেশ সফরের জন্য জিও জারি করা হলেও তাতে সংশ্লিষ্ট ব্যক্তির পাসপোর্ট নম্বর উল্লেখ করা হচ্ছে না। এতে করে কোন পাসপোর্টে তারা ভ্রমণ করছেন, তা নিরূপণ করা যাচ্ছে না।
এ পরিস্থিতি থেকে উত্তরণে ভবিষ্যতে বিদেশ ভ্রমণ সংক্রান্ত সরকারি আদেশ জারির সময় সংশ্লিষ্ট ব্যক্তির বৈধ পাসপোর্ট নম্বর স্পষ্টভাবে অন্তর্ভুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে।