প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক’ পদটি বাতিল করে এখন থেকে শুধু ‘শিক্ষক’ বলা হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়েছে। এতে সই করেছেন উপসচিব মো. শামছুল আরিফ। বর্তমানে দেশে ৩ লাখ ৬২ হাজার ৪১৮ জন সহকারী শিক্ষক রয়েছেন, যারা এখন ‘শিক্ষক’ নামে পরিচিত হবেন।
এ ছাড়া আরো চারটি পদের নাম পরিবর্তন করা হয়েছে। ‘সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার’ হবেন ‘অতিরিক্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার’, ‘অর্থ কর্মকর্তা’র নতুন নাম ‘হিসাবরক্ষণ কর্মকর্তা’, ‘সহকারী মনিটরিং অফিসার’ হবেন ‘প্রশাসনিক কর্মকর্তা’ এবং ‘পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষক’ হবেন ‘সহকারী ইনস্ট্রাক্টর (পরীক্ষণ বিদ্যালয়)’। গত মে মাসের সমন্বয় সভার সুপারিশ অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।